Indian Idol 13 Finale: ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া..’য় রোম্যান্সে বুঁদ বিদিপ্তা-ঋষি
সাত মাসের সফর শেষে আজ প্রকাশ্যে আসবে ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজনের বিজয়ীর নাম। রবিবারের ‘ড্রিম ফিনালে’ ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু থেকেই ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজনের বিজয়ী হিসাবে এগিয়ে রয়েছেন অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং। সোশ্যাল মিডিয়ায় ঋষির জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর ফলো করেন খোদ বিরাট কোহলি! নেটপাড়ার একটা বড় অংশের মতে ইন্ডিয়ান আইডলের ট্রফি আর ঋষির মাঝে একমাত্র দাঁড়িয়ে রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী।
সিজনের শুরু থেকেই ঋষি-বিদিপ্তার রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। তাঁদের ‘লাভস্টোরিয়া’ অবশ্য স্ক্রিপ্টেড তা বলার জো রাখে না। কিন্তু অনস্ক্রিনে ঋষি-বিদিপ্তার কেমিস্ট্রি তাক লাগায়। গ্র্যান্ড ফিনালেতেও তেমনটাই ঘটবে। সেই ঝলক ইতিমধ্যেই সামনে এল।
ভারতীয় সিনেমার ১১০ বছরকে সেলিব্রেট করছে ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র ফিনালে। সেখানেই পঞ্চাশের দশকের ম্যাজিক রিক্রেট করবেন ঋষি-বিদিপ্তা জুটি। রাজ কাপুর ও নার্গিসের চিরন্তন ‘লাভ ব্যালাড’ প্যায়ার হুয়া ইকরার হুয়া গানে পারফরম্যান্স করবেন বিদিপ্তা-ঋষি।
চলতিবার ইন্ডিয়ান আইডলের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলার তিন সুরেলা কন্যে। বিদিপ্তার পাশাপাশি ইন্ডিয়ান আইডলের ট্রফির দৌড়ে রয়েছেন সোনাক্ষী কর এবং দেবস্মিতা রায়। এছাড়াও শিবম সিং এবং চিরাগ কোতওয়াল রয়েছেন গ্র্যান্ড ফিনালের অংশ হিসাবে। ছয় প্রতিযোগির মধ্যে সেরার সেরা কে হবেন? সোশ্যাল মিডিয়ার একাধিক সমীক্ষায় ঋষি সিং-এর নামই উঠে এসেছে বিজয়ী হিসাবে। জনপ্রিয়তার নিরিখে ঋষি অন্যদের চেয়ে এগিয়ে থাকলেও গায়েকির মাপদণ্ডে ছয় প্রতিযোগিই পরস্পরকে কড়া টেক্কা দিতে সক্ষম।
এদিন মঞ্চে ঋষির সঙ্গে ডুয়েট পারফরম্যান্স ছাড়াও রেখার ‘সালামে ইশক’-সহ মাধুরীর ‘এক দো তিন’-এর মতো জনপ্রিয় গানে সুরের মূর্ছনা ছড়াবেন বিদিপ্তা। পিছিয়ে থাকছেন না সোনাক্ষীও। ‘ও হাসিনা জুলফোওয়ালি’র মতো সুপারহিট গান পারফর্ম করতে দেখা যাবে কলকাতার ১৯ বছরের এই কন্যেকে।
২০২২ সালের ১০ই সেপ্টেম্বর শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডলের সম্প্রচার। দেখতে দেখতে সাত মাসের লম্বা সফর পার করে শেষ হচ্ছে এই রিয়ালিটি শো। বিজয়ীর নাম জানতে অপেক্ষা আর মাত্র কয়েকঘন্টার। তবে বিদিপ্তা, সোনাক্ষী, দেবস্মিতাকে নিয়ে আশায় বুক বাঁধছে বাংলা।
For all the latest entertainment News Click Here