Indian Idol 12: পবনদীপের কাছে আবদার সিদ্ধার্থের,অরুণিতাদের সঙ্গে নাচলেন ‘শেরশাহ’
আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। টানটান উত্তেজনা শেষে রবিবার মধ্যরাতে সামনে আসবে ইন্ডিয়ান আইডলের ১২ নম্বর সিজনের বিজয়ীর নাম। খেতাবি লড়াইয়ে এগিয়ে পবনদীপ, অনেকের মতেই চলতি সিজনের ডার্ক হর্স অরুণিতা। তবে অপর চার প্রতিযোগিও কিন্তু পিছিয়ে নেই। পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে-ছয় প্রতিযোগির মধ্যে হড্ডাহাড্ডি লড়াই গত কয়েক মাস ধরে টিভির পর্দায় দেখেছে দর্শক, আজ সেই লড়াইয়ে (অবশ্যই গানের) যবনিকা পড়বার পালা। এদিন বিজয়ীর হাতে উঠবে ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি ও ২৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য।
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। পাশাপাশি ক্যাপ্টেন বিক্রম বাত্রা-র মা-বাবাও হাজির ছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে। এদিন সিদ্ধার্থ পবনদীপের কাছে বিশেষ অনুরোধ রাখেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাতে ‘তেরি মিট্টি’ গানটি গাইবার অনুরোধ রাখেন। পবনদীপের গলায় ‘কেশরি’ ছবির এই দেশাত্মবোধক গান সবার চোখের কোণ ভিজিয়েছে।
এদিন পবনদীপে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ জানান, তাঁর মা পবনদীপের ভক্ত, শুধু তাই নয় পবনদীপকে ইন্ডিয়ান আইডলের ‘শেরশাহ’ বলেও উল্লেখ করেন সিদ্ধার্থ। অভিনেতা জানান, ‘প্রথমবার তোমাকে আমি লাইভ গাইতে শুনছি, সত্যি বলছি তোমার আওয়াজ আমার গায়ে শিহরণ জাগাচ্ছে’।
এদিন ইন্ডিয়ান আইডলের তিন মহিলা প্রতিযোগির সঙ্গে ‘ডিস্কো দিওয়ানে’ গানে নাচতেও দেখা গেল সিদ্ধার্থকে। অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া এবং সায়ালি কাম্বলের সঙ্গে ডান্স স্টেপ ম্যাচ করলেন সিদ্ধার্থ।
For all the latest entertainment News Click Here