India vs West Indies: তিনে বিরাট, চার-পাঁচে কে? কুলচার ঘরওয়াপসি! জানুন সম্ভাব্য একাদশ
আর কিছুক্ষণের মধ্যেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তিনটি ODI ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। টিম ইন্ডিয়া মাঠে নামার আগে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। এর সব থেকে বড় কারণ হল ম্যাচের ঠিক আগে দলের বেশ কিছু খেলোয়াড়েরা করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবারই অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সঙ্গে ওপেন করবেন ইশান কিষাণ।
শিখর ধাওয়ান এবং রুতুরাজ করোনায় আক্রান্ত সেই কারণে ভারতীয় দলের ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে ইশান কিষাণকে। এর আগেও ইশান আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের সাথে ইনিংসের শুরু করেছিলেন। এবার প্রথম ভারতীয় জার্সিতে ইনিংসের শুরু করতে দেখা যাবে দুই ব্যাটারকে।
মিডল অর্ডারে তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি। এর পরে নামতে পারেন উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্ত। বেশ কিছু সময় ধরে চার নম্বরে খেলছেন পন্ত, সেই কারণেই এই জায়গাটা তার জন্যেই ধরে রাখা হচ্ছে। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন সূর্যকুমার যাদব। এর পর দেখা যাবে অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে।
ক্যাপ্টেন রোহিত ম্যাচের আগে কুলচা অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে একসঙ্গে আনার ইঙ্গিত দিয়েছিলেন। এই দুজনকে তিনি একাদশে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। ফাস্ট বোলিংয়ের দায়িত্ব থাকবে শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার কাঁধে। এই চার বোলারই এখনও টিম ইন্ডিয়াতে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ পাবেন তারা।
For all the latest Sports News Click Here