India vs Kuwait, SAFF Championship 2023 Live: আজ শীর্ষে ওঠার লড়াই সুনীলদের
পাকিস্তান এবং নেপালকে হারিয়ে ইতিমধ্যেই নকআউট পর্বে উঠে গিয়েছে ইগর স্টিম্যাচের দল। আজ ফর্মে থাকা দুই দল- ভারত এবং কুয়েতের মধ্যে একটি রোমাঞ্চকর ম্যাচ হওয়ার আশায় ফুটবলপ্রেমীরা। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমন্ত্রিত দু’টি দলের মধ্যে একটি হল কুয়েত। আর কুয়েত কিন্তু বেশ শক্তিশালী দল। তাদের হারানোটা খুব সহজ হবে না।
শাস্তি কাটিয়ে আজ মাঠে থাকবেন স্টিম্যাচ
এই ম্যাচে টেকনিকাল এরিয়ায় থাকতে পারবেন হেড কোচ ইগর স্টিম্যাচ। পাকিস্তান ম্যাচে রেড কার্ড দেখায় বাকি সময় এবং নেপালের বিরুদ্ধে বেঞ্চে ছিলেন না স্টিম্যাচ। কুয়েতের বিরুদ্ধে নামার আগে কোচ বলছেন, ‘এই ম্যাচে জিতলে সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ থাকবে। এটিও আমাদের কাছে আরও একটি ম্যাচ এবং অবশ্যই জেতার লক্ষ্যে নামব। আমাদের সবচেয়ে জরুরি লক্ষ্য ক্লিনশিট বজায় রাখা।’
একাদশে নাও থাকতে পারেন সুনীল
এক টানা খেলে চলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে শুরু থেকে হয়তো খেলবেন না অধিনায়ক। তরুণ ফুটবলারদের ওপর বাড়তি দায়িত্ব এবং সুযোগ থাকছে নিজেদের দক্ষতা প্রমাণের।
শীর্ষস্থান দখলের লড়াই আজ
নিজেদের ঘরের মাঠে আজ বড় চ্যালেঞ্জ ভারতীয় ফুটবল দলের সামনে। ইদানিং যে সব প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে ভারত, তাদের থেকে অনেক বেশি শক্তিশালী কুয়েত। পাকিস্তানকে তারা ভারতের মতোই চার গোলে হারিয়েছে আগের ম্যাচে। দুই দল নকআউটে পৌঁছে গেলেও, ম্যাচটিকে নিয়মরক্ষার বললে ভুল হবে। গ্রুপ-‘এ’র শীর্ষস্থান নির্ধারণের জন্য ভারত-কুয়েত ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দলের পয়েন্ট ৬। গোলপার্থক্যও সমান। তবে কুয়েত একটি গোল বেশি করায় তারা শীর্ষে রয়েছে। যদিও ভারত এখনও একটিও গোল খায়নি। সেখানে কুয়েত কিন্তু একটি গোল হজম করেছে।
For all the latest Sports News Click Here