India vs Brazil, FIFA U17 WWC Live: সাম্বা ঝড়ে কাঁপছে ভারত, শুরুতেই এক গোল হজম
সেমিতে যাওয়ার কোনও আশা নেই। প্রথম দুই ম্যাচ হারের পর যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবু শেষ ম্যাচে ভারতের মেয়েদের উদ্যমে একচুলও ঘাটতি নেই। এই ম্যাচে চমকে দেওয়ার মতো অভাবনীয় কিছু ঘটাতে মরিয়া ভারতের মেয়েরা। আসলে প্রতিপক্ষের নামেই যে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে। উল্টোদিকের টিমে যখন ব্রাজিলের মতো প্রতিপক্ষ থাকে, তখন নিজেদের ছাপিয়ে যাওয়ার তাগিদটাও যে অনেক বেশি হয়।
গোলশোধের মরিয়া প্রচেষ্টা ভারতের
গোলের মুখ কার্যত খুলেই ফেলেছিল ভারত। ডান দিক থেকে ক্রস পেয়েছিলেন নেহা। সেই বল ধরেই গোলের জন্য শট নেন। তবে সেই শট সোজা গিয়ে জমা হয় ব্রাজিল গোলকিপারের হাতে।
৩০ মিনিট পার, ১-০ এগিয়ে ব্রাজিল
ম্যাচের ৩০ মিনিট পার হয়ে গিয়েছে। ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ব্রাজিল। ক্যারল এবং ফ্লাবিয়ার শট রুখে দিলেন ভারতের গোলকিপার মেলোডি চানু।
ব্রাজিলের আক্রমণে ছত্রখান ভারতের রক্ষণ
অনিতা একা লড়াই চালাচ্ছে ভারতের হয়ে। কিন্তু একার লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে এঁটে ওঠা কার্যত অসম্ভব। ডান দিক থেকে আক্রমণের ঝড় তুলছে ব্রাজিল। রীতিমতো কাঁছে টিম ইন্ডিয়া।
১-০ এগিয়ে গেল ভারত
শুরুতেই গোল হজম করল ভারতীয় টিম। সাম্বা ঝড় আটকে রাখতে পারল না বেশিক্ষণ। ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে ভারত। ১-০ এগিয়ে গেল ব্রাজিল। মাঝমাঠ থেকে আমরোর পাস। ডান দিক থেকে ক্রস করে গোল গ্রেচনের। ৭২ শতাংশ বল পজেশনে এগিয়ে রয়েছে ব্রাজিল।
জেতার জন্য মরিয়া ব্রাজিল
ভারতের রক্ষণে রীতিমতো চাপ তৈরি করছে ব্রাজিল টিম। ভারতের রক্ষণ কিন্তু নড়বড় করছে। ভারতের মেয়েদের পা থেকে বল কেড়ে নিয়ে বারবার আক্রমণের ঝড় তুলছে ব্রাজিল।
শুরু হল ম্যাচ
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের নিজেদের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে নেমে পড়ল ভারত। আজ কি চমক দিতে পারবে ভারতের মেয়েরা?
ব্রাজিল প্রথম একাদশ
লেইলেন (জিকে), লুয়ানা, গ্রেজি (অধিনায়ক), আনিনহা, অ্যালিস, রেবেকা, বার্চন, ক্যারল, অ্যালাইন, ফ্লাভিয়া, জনসন।
ভারতের প্রথম একাদশ
মেলোডি চানু, সিল্কি দেবী, অষ্টম ওঁরাও, বাবিনা দেবী, নেহা, কাজল ডি’সুজা, অনিতা কুমারী, শৈলজা, শুভাঙ্গী সিং, রেজিয়া দেবী, কাজল।
ভারতের পারফরম্যান্স
আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ। সেই পড়ে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ মেয়েদের অনূর্ধ্ব ১৭ ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মরক্কোর বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে হার। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল করতে পারেনি ভারতের মেয়েরা। ফলস্বরূপ গ্রুপ পর্ব থেকেই বিদায়। অন্তত ১ পয়েন্টের আশা করেছিলেন কোচ থমাস ডেনার্বি। কিন্তু তিনি হতাশ। আজ গ্রুপ পর্বের শেষ এবং বিশ্বকাপে ভারতের অন্তিম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল।
ভারতের লক্ষ্য
এখনও শেষ চারের টিকিট হাতে পায়নি ব্রাজিল। আজকের ম্যাচ তাঁদের জিততেই হবে। অন্যদিকে ভারতের একমাত্র লক্ষ্য ব্রাজিলের জালে বল জড়ানো। অনেকেই হয়তো গোল হজম করা নিয়ে আতঙ্কে রয়েছেন। আমেরিকার কাছে আট গোল খাওয়া দল ব্রাজিলের কাছে ক’টা গোল খাবে? ফুটবল মহলে এই প্রশ্নই হয়তো ঘুরপাক খাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই নিয়ে ভাবছেনই না থমাস ডেনার্বি। ভারতের সুইডিশ কোচের লক্ষ্য মাত্র একটা গোল। সেটা পাওয়ার পাঠ পইপই করে অঞ্জলী, নেহা, লিন্ডাদের পড়াচ্ছেন তিনি।
For all the latest Sports News Click Here