India Probable XI: জাদেজার বদলে কে? জায়গা হবে পন্তের? ভারতের সম্ভাব্য একাদশ
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ভারতকে তাদের প্লেয়িং ইলেভেনে রদবদল করতেই হবে। কেননা চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাই তাঁর বদলে কাউকে প্রথম একাদশে জায়গা করে দিতেই হবে।
অন্যদিকে হংকং ম্যাচে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরবেন, এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে কাউকে। হার্দিকের জায়গায় হংকং ম্যাচে মাঠে নেমেছিলেন ঋষভ পন্ত। সুতরাং পান্ডিয়াকে জায়গা ছাড়তে হতে পারে তাঁকেই।
তবে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে পন্তকে বসিয়ে কার্তিককে খেলানো নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ক্যাপ্টেন রোহিতও স্বীকার করে নিয়েছিলেন যে, কম্বিনেশনের স্বার্থে পন্তের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। তাই সুপার ফোরে পন্তকে বসানোটাও সহজ হবে না টিম ম্যানেজমেন্টের পক্ষে।
আরও পড়ুন:- IND vs PAK Super 4: অ্যাডভান্টেজ ইন্ডিয়া! চোটে কাবু পাক পেসার ছিটকে গেলেন ভারত-পাকিস্তান ম্যাচ থেকে
এই অবস্থায় টিম ম্যানেজমেন্টের সামনে একটা বিকল্প থেকেই যাচ্ছে যে, স্পিনার অল-রাউন্ডার জাদেজার বদলে পেসার অল-রাউন্ডার হার্দিককে মাঠে নামানোর। সেক্ষেত্রে পন্ত ও কার্তিক, দু’জনকেই খেলাতে পারবে ভারত। তবে সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল প্রথম একাদশে একমাত্র স্পিনার হয়ে দাঁড়বেন, যা কম্বিনেশনকে ভারসাম্য দেবে না মোটেও।
তাই জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন বা রবি বিষ্ণোইয়ের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে ভারত। ব্যাটের হাত ভালো বলে অক্ষর বা অশ্বিনের মধ্যে একজনকে বাছতে পারেন রোহিতরা। বাঁ-হাতি স্পিনার খেলাতে চাইলে অক্ষরই একমাত্র বিকল্প।
আরও পড়ুন:- T20 World Cup 2022: আশঙ্কার চোরা স্রোত ভারতীয় শিবিরে, টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন জাদেজা, রিপোর্ট
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক/ঋষভ পন্ত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল/রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং।
For all the latest Sports News Click Here