India A vs Pakistan A Emerging Asia Cup 2023 final Live: টস জিতল ভারত
গ্রুপ লিগের ম্যাচে ইতিমধ্যেই পাকিস্তানকে একবার হারিয়েছে ভারত। এবার ফাইনালে কী হয়, তারই অপেক্ষায় গোটা বিশ্ব ক্রিকেট।
দেখে নিন পাকিস্তানের ফাইনালের যাত্রা:-
কোন পথে ফাইনালে উঠেছিল পাকিস্তান:-১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে দেয়।২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৪ রানে পরাজিত করে।৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়।৪. সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে পরাজিত করে।
দেখে নিন ভারতের ফাইনালের যাত্রা:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে আমিরশাহিকে ৮ উইকেটে হারিয়ে দেয়।২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে।৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে বিধ্বস্ত করে।৪. সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে দেয়।
ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে HT বাংলার লাইভ ব্লগে স্বাগত
ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে HT বাংলার লাইভ ব্লগে স্বাগত। গ্রুপ লিগের তিন ম্যাচ ও সেমিফাইনাল, চলতি এমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ভারত। অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল। খেতাবি লড়াইয়ে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যাদের গ্রুপের ম্যাচে ইতিমধ্যেই একবার হারিয়েছে ভারত।
For all the latest Sports News Click Here