IND W-U19 vs SA W-U19: শেফালি-রিচাই অনূর্ধ্ব-১৯ দলের অক্সিজেন,জানালেন কোচ নুসিন
আগামী ১৪ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে প্রথম অনূর্ধ্ব-১৯ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসর। ভারত নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর বিশ্বকাপ পর্ব শুরু করার আগে নিজেদের প্রস্তুতি পুরোপুরি ভাবে সেরে নিতে মরিয়া শেফালি বর্মা, রিচা ঘোষরা। বিশ্বকাপে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারতীয় মহিলা দল।
আজ মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। প্রিটোরিয়াতে প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী গোটা দল। এই ভারতীয় দলে রয়েছেন সিনিয়র দলের দুই ক্রিকেটার শেফালি বর্মা এবং রিচা ঘোষ। অধিয়নায়কত্ব করবেন শেফালি। দেশের হয়ে এই প্রথম অধিনায়কত্ব করবেন তিনি। অবশ্য ঘরোয়া ক্রিকেটে এর আগে অধিনায়কত্ব করেছেন তিনি।
আরও পড়ুন: সূচি নিয়ে যতটা ভাবার দরকার, সেটাই হচ্ছে না- ICC-কে তীব্র আক্রমণ করলেন বেন স্টোকস
তবে সিনিয়র জাতীয় দলের দুই ক্রিকেটারকে পাওয়ায় বিশ্বকাপে ভারতের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ নুসিন আল খাদের। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘শেফালি এবং রিচা আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘদিন ধরে সিনিয়র জাতীয় দলের সঙ্গে যুক্ত। একাধিক সিরিজ খেলেছে। ফলে ওদের অভিজ্ঞতাও কম নয়। এই দলে বাকি সদস্যদের থেকে ওদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। আর এই অভিজ্ঞতাই আমরা কাজে লাগাতে চাই। বিশ্বকাপ শুরু হতে হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলব। ফলে এই সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের শক্তি বুঝতে পারব। কোথায় ভুল রয়ে গিয়েছে, তাও দেখে নেওয়া যাবে।’
আরও পড়ুন: ভারতে দল যাবে কিনা,সরকার সিদ্ধান্ত নেবে- ভারতের পথেই জবাব PCB-র নয়া চেয়ারম্যানের
টিম ইন্ডিয়ার কোচ আরও বলেছেন, ‘এই দলে শেফালি অধিনায়ক। সেই সঙ্গে রিচাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এরা দুই জনেই সিনিয়র দলের সদস্য। তাই বাকিদের সাহায্য় করবে ওরা। এই দুই ক্রিকেটারের দলে থাকায় স্বাভাবিক ভাবেই অনেকটা শক্তি বৃদ্ধি পাবে। শেফালি দেশের হয়ে ১০০ বেশি উইকেট নিয়েছে। রিচাও ভালো ব্যাট করতে পারে। এই দুই ক্রিকেটারের উপর আমাদের আস্থা আছে।’
একই সঙ্গে বিসিসিআইয়েরও প্রশংসা করেছেন নুসিন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কোচ বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অনূর্ধ্ব-১৯ দলকে সব দিক থেকে সাহায্য করেছে বোর্ড। যা যা প্রয়োজন সবটাই দিয়েছে। আশা করব মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে দেশকে বিশ্বকাপ এনে দেবে।’
For all the latest Sports News Click Here