IND vs ZIM 3rd ODI: বাংলার তরুণের অভিষেক হবে? সুযোগ পাবেন ত্রিপাঠি? কী হবে একাদশ?
ভারত সোমবার (২২ অগস্ট) হারারেতে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে। কেএল রাহুলের নেতৃত্বাধীন টিম ৩-০ ব্যবধানে জিম্বাবোয়ে শেষ ম্যাচ জিতে মান রক্ষা করার চেষ্টা করবে।
দ্বিতীয় ওডিআই-এ জিম্বাবোয়ে ৩৮.১ ওভারে ১৬১ রানে অল আউট হয়ে যায়। জবাবে ভারত ২৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। পেসার শার্দুল ঠাকুর ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। আর পরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ৩৯ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে। যাতে তিনটি চার এবং চারটি ছক্কা রয়েছে। ১৪৬ বল বাকি থাকতেই ভারতে তাদের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথ ম ম্যাচে টিম ইন্ডিয়া আবার ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা ছন্দে না ফিরলে তৃতীয় ম্যাচটিও কার্যত একতরফা হতে চলেছে।
আরও পড়ুন: ওদের শেষ ম্যাচে সুযোগ না দিলে অন্যায় হবে-দলে ২টি বদলের দাবি CSK তারকার
হারারেতে তৃতীয় ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী ১২টা ৪৫ থেকে খেলা হবে। শিখর ধাওয়ান সহ অনেক খেলোয়াড় এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন। জেনে নিন তৃতীয় ওয়ানডেতে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন।
অভিষেকের সুযোগ পেতে পারেন রাহুল ত্রিপাঠি
রাহুল ত্রিপাঠি, যিনি আইপিএল ২০২২-এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তৃতীয় ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেতে পারেন। টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকের অপেক্ষায় রাহুল অনেক দিন ধরেই। এ ছাড়া তৃতীয় ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ও জায়গা পেতে পারেন প্রথম একাদশে।
আরও পড়ুন: বারবার ১৬ বার, হুডা মানেই জিত, হল রেকর্ড
অক্ষর প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন শাহবাজ আহমেদ
প্রথম দুই ওয়ানডে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডে-তে বিশ্রাম পেতে পারেন অনেক খেলোয়াড়। এতে শিখর ধাওয়ান, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল এবং প্রসিধ কৃষ্ণার মতো খেলোয়াড়রা অন্তর্ভুক্ত থাকতে পারেন। অন্য দিকে অভিষেকের সুযোগ থাকছে বাংলার স্পিন অলরাউন্ডার শাহবাজ আহমেদের। আইপিএল ২০২২-এ, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ব্যাটে, বলে নজর কেড়েছিলেন শাহবাজ। এ দিকে এ দিন একাদশে থাকতে পারেন আবেশ খানও।
তৃতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ – কেএল রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, দীপক চাহার, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ।
For all the latest Sports News Click Here