IND vs ZIM: স্কুল চুলোয় যাক! কিশোরের কথায় চমকে উঠলেন কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাগলামির কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সকলেই কমবেশি সেই সম্পর্কে জানেন। হারারেতে জিম্বাবোয়েতে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের একদিন আগে এই সিরিজের ভারত অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে দেখা হয় এক ভক্তের। সেই ভক্ত রাহুলের কাছে সেলফি এবং অটোগ্রাফের আব্দার নিয়ে গিয়েছিল।
আরও পড়ুন: কোহলির ভুল করলেন না, জাতীয় সঙ্গীত শুরুর আগে চুইংগাম ফেলে জিতলেন সকলের মন- ভিডিয়ো
ছেলেটির বয়স খুব বেশি নয়। স্কুলে পড়ে। প্রথমে রাহুল এবং পরে ইশান কিষাণের সাথে সে ছবি তোলে। এবং তার পরে তাদের জানিয়েছিল যে, তিনি ডানহাতি তারকার বিশাল ভক্ত। মাঠ থেকে ফেরার আগে রাহুল সেই ছেলেটিকে জিজ্ঞেস করেছিলেন, ‘কাল ম্যাচ দেখনে আওগে? (কাল ম্যাচ দেখতে আসবে?)’ ছেলেটি এক গাল হেসে মাথা নেড়ে বলেছিল, ‘আয়েঙ্গে! স্কুল গ্যায়ে ভার মে (অবশ্যই! স্কুল ভারে যাক)।’
আরও পড়ুন: ফিজিয়োর সঙ্গে সময় কাটানোর চেয়ে ৩৬৫ দিনই মাঠে কাটানো ভালো- দাবি ফুরফুরে রাহুলের
রাহুল অবশ্য সেই ছেলেটিকে স্কুল কামাই না করার পরামর্শ দেন। তবে সেই ভক্ত পাল্টা জানিয়ে দেয়, ‘স্কুল মে উতনা কুছ ইমপর্টেন্ট হ্যায় ভি নেহি কাল (আগামীকাল স্কুলে সে ভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই)।’
পুরো ঘটনার ভিডিয়ো সাংবাদিক সুবিমল কুমার তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। যা ভাইরালও হয়েছে।
বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে কেএল রাহুল প্রথম জয়ের স্বাদ পান। রাহুল এর আগে বেশ কয়েক বার ভারতকে নেতৃত্ব দিলেও, জয় অধরা ছিল। প্রথম ওডিআই-এ ১০ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেএল রাহুলের টিম ইন্ডিয়া।
চোট এবং অস্ত্রোপচারের কারণে প্রায় আড়াই মাস ২২ গজের বাইরে ছিলেন কেএল রাহুল। চোট সারিয়ে ফিট হয়েই জিম্বাবোয়ে সফরের টিমে ঢুকে পড়েন তিনি। প্রথমে এই সফরে তাঁর নাম না থাকলেও, পরে ফিটনেস পরীক্ষায় পাস করলে, তাঁকে শিখর ধাওয়ানের বদলে অধিনায়ক করে দেওয়া হয়। ধাওয়ানকে করা হয় সহ-অধিনায়ক। মাঠে ফিরতে পেরে স্বভাবতই খোশমেজাজে রয়েছেন রাহুল। কারণ মাঠের বাইরে গত আড়াই মাস ধরে রিহ্যাব করা এবং ফিজিয়োর সঙ্গে সময় কাটনো নাকি একঘেয়ে এবং বিরক্তিকরও।
ম্যাচ শেষে রাহুল তাই বলছিলেন, ‘মাঠে ফিরতে পেরে খুব খুশি। খেলায় চোট লাগতেই পারে। কিন্তু মাঠের বাইরে থাকাটা খুব কঠিন। প্রতি দিন রিহ্যাব করা খুবই বিরক্তিকর এবং একঘেয়ে। ফিজিয়োর সঙ্গে সময় কাটানোর চেয়ে বছরের ৩৬৫ দিনই মাঠে কাটানো আমার কাছে অনেক ভাল।’
For all the latest Sports News Click Here