IND vs WI: WC-এর কথা মাথায় রেখে শেষ T20-তে ২৫ বছরের তরুণকে খেলানোর পরামর্শ গাভাসকরের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। আজ রবিবার ক্যারিবিয়ানদের হারাতে পারলেই ওডিআই সিরিজেরই পুনরাবৃত্তি হবে ইডেনে। ওয়েস্ট ইন্ডিজকে সংক্ষিপ্ততম ক্রিকেটেও হোয়াইটওয়াশ করবে ভারত।
তবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় বিসিসিআই বিরাট কোহলি এবং ঋষভ পন্তকে বিশ্রাম দিয়েছে। ১০ দিনের বিশ্রামে পাঠানো হয়েছে দুই তারকাকে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে, তাতেও রাখা হয়নি কোহলি এবং পন্তকে।
এ দিন পন্ত এবং কোহলি না থাকায় তাঁদের জায়গায় কে দলে ঢুকবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর অবশ্য আগেই শেষ টি-টোয়েন্টিতে রুতুরাজ গায়কোয়াড়কে খেলানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়েই রুতুরাজকে সুযোগ দেওয়া উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ৮ রানে জয়লাভের পর স্টার স্পোর্টসের সঙ্গে বিশ্লেষণের সময়ে গাভাসকর বলেওছিলেন, তিনি তরুণ রুতুরাজ গায়কোয়াড়কে শেষ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে দেখতে চান। তাঁর মতে, ভারত বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াড বাছাই করার আগে সমস্ত প্লেয়ারদের যতটা সম্ভব খেলার সময় দিতে হবে। প্রসঙ্গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
পাশাপাশি আবেশ খান এবং মহম্মদ সিরাজকেও দলে রাখার কথা বলেছেন তিনি। গাভাসকর বলেছেন, ‘আশা করি ওরা (ভারতের টিম ম্যানেজমেন্ট) ওকে (রুতুরাজ) একটি সুযোগ দেবে। যদি মেলবোর্নের জন্য টিম তৈরি করতে হয়, তা এখন থেকেই চেষ্টা করতে হবে। এবং যতটা সম্ভব খেলোয়াড়দের দেখে নিতে হবে। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি খেলাই যথেষ্ট নয়। আমি আবেশ খান এবং মহম্মদ সিরাজদেরও দলে দেখতে চাই। কিন্তু বেশির ভাগ টিম ম্যানেজমেন্ট ৩-৪টি পরিবর্তন করে না, সম্ভবত ১-২টি পরিবর্তন করে।’
For all the latest Sports News Click Here