IND vs WI T20 Live: সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের মুখোমুখি ভারত
ছয় উইকেটে সহজেই প্রথম ম্যাচ জিতে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়ে নিয়েছে ভারতীয় দল। ইডেন গার্ডেন্সের ময়দানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলেই সিরিজ পকেটে ভরতে সক্ষম হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তবে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ সহজে হাল ছাড়ার পাত্র নয়। প্রথম ম্যাচে সেরা হয়েছিলেন রবি বিষ্ণোই। মিডল ওভারে মন্থর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন পোলার্ড। দ্বিতীয় ম্যাচেও কিন্তু আসল লড়াইটা ভারতীয় স্পিন বনাম ওয়েস্ট ইন্ডিজ মিডল অর্ডারেরই হতে চলেছে।
দ্বিতীয় ম্যাচে কি সুযোগ পাবেন নতুন KKR অধিনায়ক?
প্রথম ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাননি নবনিযুক্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। কারণ হিসাবে অধিনায়ক রোহিত স্পষ্ট জানিয়েছিলেন শুধু ব্যাটার নয়, মিডল অর্ডারে অলরাউন্ডারের খোঁজে ভারতীয় দল। তাই দ্বিতীয় ম্যাচেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অপরদিকে, প্রথম ম্যাচে হালকা চোট পেয়েছিলেন দীপক চাহার, তাঁর বদলে শার্দুল ঠাকুর দলে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বেঙ্কটেশ আইয়ার অবশ্য ফিল্ডিং করার সময় চোট পেলেও, ব্যাটিং করতে নামেন, তাই তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
প্রথম ম্যাচ জেতে ভারত
গত ম্যাচে মিডল ওভারে রবি বিষ্ণোইয়ের স্পিন জালে বিদ্ধ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে দুই উইকেট নিয়ে অভিষেক ম্যাচ সেরাও হয়েছিলেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরানের ৬১ রানের (৪৩ বলে) সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ কোনোক্রমে ১৫৭ রান তুলেছিল। জবাবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ৪০ রান (১৯ বলে) করেন। তবে আরেক ওপেনার ইশান কিশানের ফর্ম (৪২ বলে ৩৫ রান) চিন্তা বাড়ায় টিম ইন্ডিয়ার। দিনের শেষে বেঙ্কটেশ আইয়ার এবং সূর্যকুমার যাদব পঞ্চম উইকেটে অপরাজিত ৪৮ রান যোগ করে ম্যাচ জেতান ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের তরফে রোস্টন চেজ ১৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে বেশ ভাল বোলিং করেছিলেন।
For all the latest Sports News Click Here