IND vs WI T20 Live: দর্শকশূন্য ইডেনে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার হাতছানি
পাকাপাকিভাবে সীমিত ওভারে দলের দায়িত্ব নেওয়ার পর, এখনও পর্যন্ত রোহিত শর্মার ভারতীয় দল অপরাজিত। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়েছে ভারত। সেই দাপট বজায় রাকার লক্ষ্যেই বন্ধু কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন রোহিত শর্মা। অপরদিকে, পাওয়ার হিটারে ভর্তি ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ধারেভারে কম নয়। নিকোলাস পুরান, পোলার্ডরা, মুহূর্তে ম্যাচের সমীকরণ বদলে ফেলতে পারেন। সমান সমান দুই দলের কড়া টক্করে, সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়ে এগিয়ে যাওয়ার হাতছানি।
জোড়া বিশ্বরেকর্ডের হাতছানি কোহলির
বিরাট কোহলি গত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল, তাঁকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান। তবে আর মাত্র ৭৩ রান করলেই গাপ্তিলকে পিছনে ফেলে পুনরায় সিংহাসন দখল করে ফেলবেন কোহলি। আবার বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের (৫৪০ রান) রেকর্ডও ভাঙার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। তার জন্য প্রয়োজন আর ৪০ রান। রোহিত শর্মার কাছেও অবশ্য এই সুযোগ রয়েছে। বাবররকে টপকাতে তাঁর প্রয়োজন ২২ রান।
ওয়েস্ট ইন্ডিজ দলের আপডেট
বাঁ-দিকের হাঁটুর চোটের সমস্যায় শেষ দুই ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। দলের দায়িত্ব সামলেছিলেন নিকোলাস পুরান। তবে প্রথম টি-টোয়েন্টির আগে ফিট হয়ে গিয়েছেন পোলার্ড। সম্ভবত প্রথম টি-টোয়েন্টিতেই আবার তাঁকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে।
For all the latest Sports News Click Here