IND vs WI T20: আবেশের অভিষেক, ওপেন করবেন রুতুরাজ, টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত উইন্ডিজের
ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজেও কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি রোহিত শর্মার ভারতের কাছে। দর্শকভর্তি ইডেনে কি নাগাড়ে ষষ্ঠ ম্যাচে উইন্ডিজকে হারাতে পারবে টিম ইন্ডিয়া?
বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রোহিতের
আর ৪৪ রান করলেই মার্টিন গাপ্তিলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে এই ম্যাচে তিনি নিজের ওপেনিং জায়াগা রুতুরাজ ও ইশানকে ছেড়ে দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ দলেও চার বদল
কাইল মায়ের্স, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেক্স, ফ্যাবিয়েন অ্যালেন, হেডেন ওয়ালশ।
ভারতীয় দলে চার বদল; আবেশের অভিষেক
বিরাট কোহলি ও ঋষভ পন্তকে এই ম্যাচের আগেই ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা বাদেও দলে আরও দুই বদল ঘটাল ভারত। অভিষেক ঘটতে চলেছে আবেশ খানের।
ভারতীয় দল-
ইশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশের আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান।
টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ
গত ম্যাচের মতো এই ম্যাচেও টসে জেতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। টসে জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পোলার্ড।
গত দুই ম্যাচের ফলাফল
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে আট রানে মাত দিয়ে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় দল। রবিবাসরীয় ইডেনে ক্যারিবিয়ান দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার। পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার পর এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মা। সেই রেকর্ডও অক্ষত রাখার হাতছানি।
For all the latest Sports News Click Here