Ind vs WI Live: টসে জিতে ব্যাটিং নিলেন রোহিত, দলে তিনটি পরিবর্তন করল ভারত
অধিনায়ক হিসেবে সংক্ষিপ্ত ওভারে পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর প্রথম ওডিআই সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে। এই তালিকায় রোহিতের আগে মাত্র সাত জন ভারত অধিনায়ক এক দিনের ক্রিকেটে বিপক্ষকে চুনকাম করেছেন। ১৯৮২-৮৩ সালে কপিল দেবের ভারত প্রথম বার শ্রীলঙ্কাকে সিরিজের সব ম্যাচে হারায়। ১৯৮৮-৮৯ সালে দিলীপ বেঙ্গসরকার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে চুনকাম করেন। এক দিনের ক্রিকেটে সব চেয়ে বেশি বার বিপক্ষকে সিরিজের সব ম্যাচে হারিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির ভারত। ভারত অধিনায়ক হিসেবে তিন বার বিপক্ষকে চুনকাম করেছেন তাঁরা। মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর এবং অজিঙ্ক রাহানেও এক বার করে এক দিনের ক্রিকেটে বিপক্ষকে সিরিজের সব ম্যাচে হারিয়েছেন।
টসে জিতল ব্যাটিং নিল ভারত
টসে জিতে ব্যাটিং নিলেল রোহিত শর্মা। দ্বিতীয় ওডিআই-এর মতোই পিচের কন্ডিশন। আলাদা কিছু নয়। দ্বিতীয় ওডিআই-এও প্রথমে ব্যাট করে জিতেছিল ভারত। রোহিত শর্মা বলেছেন, ‘আগের ম্যাচে শিশির পড়েনি। তাই শিশির কোনও ফ্যাক্টর করেনি।’
আগের দুই ম্যাচের ফলাফল
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে পকেটে পুড়ে ফেলেছে। যদিও আজ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। আজ কি জিতবে ভারত? ভারত প্রথম দু’টি ওডিআইতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এবং সিরিজে ২-০ অপ্রতিরোধ্য লিড নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে তুলেছে। এখন ক্যারিবিয়ান দলকে ক্লিন সুইপ করার দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় দল। ভারত প্রথম ওডিআই ৬ উইকেটে জিতেছিল এবং দ্বিতীয় ওডিআই জিতেছিল ৪৪ রানে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে ফিরেছেন অনেক তারকা খেলোয়াড়। যেহেতু ভারত সিরিজ জিতেছে, তাই শেষ ওয়ানডেতে প্লেয়িং ইলেভেনে অনেক পরিবর্তন দেখা যেতে পারে।
For all the latest Sports News Click Here