IND vs WI: KKR অধিনায়ক হওয়ার দিনই ভারতীয় দল থেকে বাদ শ্রেয়স, কারণ জানালেন রোহিত
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের খানিকক্ষণ আগেই নতুন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করা হয়েছে। তবে নাইট অধিনায়ক হলেও, ‘ঘরের মাঠ’ ইডেনেই ভারতের হয়ে খেলার সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার।
এদিন রাহুলের অনুপস্থিতিতে ইশান কিষাণকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। মিডল অর্ডারে ঋষভ পন্ত, সূর্যকুমার যাদবের পর, অলরাউন্ডার হিসাবে সুযোগ পান বেঙ্কটেশ আইয়ার। দলে অলরাউন্ডার খেলানোর সিদ্ধান্তের জেরেই দুর্ভাগ্যবশত শ্রেয়স আইয়ারকে বাদ পড়তে হয় বলে ম্যাচ শেষে জানান রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বলেন, ‘শ্রেয়স আইয়ারের মতো একজনকে দলের বাইরে রাখা খুবই কঠিন। তবে দলের এমন একজনকে দরকার যে ষষ্ঠ বোলার হিসাবে মাঝের ওভারগুলোয় বল করতে সক্ষম। সবাই ফিরে আসলে ১১ জন বাছাই করাটা খুবই কঠিন হবে। আমরা কিন্তু শ্রেয়সকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে বিশ্বকাপে আমরা দলে একজন ষষ্ঠ বোলারের বিকল্প চাইছি।’
শ্রেয়সের মতো ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁকে জানানো কতটা কঠিন, মুরলি কার্তিকের এই প্রশ্নের জবাবেও কিন্তু একদম ফ্রান্টফুটে খেললেন রোহিত। তাঁর সাফ কথা, ‘সকলেরই যথেষ্ট বুদ্ধি আছে এবং সকলেই পেশাদার। সবাই জানে দল সবসময় কোনো ব্যক্তির থেকে অধিক গুরুত্বপূর্ণ। মাঠ, পরিবেশ, প্রতিপক্ষ অনেক কিছু বিচার করেই ১১ জনকে বাছাই করা হয়। হ্যাঁ, দল থেকে বাদ পড়াটা নিঃসন্দেহে হতাশার। তবে আমরা সকলকে এই বিষয়ে স্পষ্টভাবে আমাদের মত জানিয়ে দিয়েছি।’ দিন দুয়েক পরেই (১৮ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত, সেই ম্যাচে শ্রেয়সের জায়গা হয় নাকি, এখন সেটাই দেখার।
For all the latest Sports News Click Here