IND vs WI 4t T20: রোহিত কি খেলবেন? শ্রেয়সকে বাদ দেওয়া হবে? কী হবে ভারতের একাদশ?
শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে রীতিমতো উত্তেজনা রয়েছে। কমনওয়েলথ গেমসের মাঝেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। রোহিত শর্মার দল ইতিমধ্যেই সিরিজে ২-১ এগিয়ে রয়েছে।
ফ্লোরিডায় পৌঁছে মায়ামি বিচে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং করার সময়ে পিঠে খিঁচ লেগেছিল। জানা গিয়েছে, রোহিত সুস্থ হয়ে উঠেছেন। তহে তিনি প্রথম একাদশে খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। এ দিকে টানা খারাপ পারফরম্যান্সের পর শ্রেয়স আইয়ারকে এ দিন একাদশে রাখা হবে কিনা, সেটাও বড় প্রশ্ন।
আরও পড়ুন: রোহিত কি পরের ২টি T20 খেলতে পারবেন? জানাল BCCI
শ্রেয়স অবশ্যই কড়া চ্যালেঞ্জের মুখে। সিরিজের তিন ম্যাচে এখন পর্যন্ত তাঁর স্কোর যথাক্রমে ০, ১০ (১১ বল), এবং ২৪ ( ২৭ বল) চলমান। আগের ম্যাচে রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে দীপক হুডাকে খেলানো হয়েছিল। কিন্তু বোলিং বিভাগে ছন্দহীন আবেশ খানের জায়গায় দেখা যেতে পারে হার্ষাল প্যাটেলকে। ফ্লোরিডার ছোট মাঠে আবার কৃপণ বোলিং করে নির্বাচকদের আস্থা অর্জন করতে চাইবেন অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিনরা।
আরও পড়ুন: একেবারে গায়ানার রাষ্ট্রপতির হস্তক্ষেপ, তার পর আমেরিকার ভিসা পেলেন রোহিতরা
আইসিসির পূর্ণ সদস্যের দেশ একে অপরের বিরুদ্ধে ফ্লোরিডায় ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যদিও ১২ বছর আগে এখানে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক হয়েছিল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এখানে হারিয়েছিল ভারতকে। পরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেই শেষ বার ক্যারিবিয়ান ব্রিগেড ভারতকে কোনও সিরিজে হারিয়েছিল।
২০১৯ সালে এখানে ভারত দু’টি ম্যাচেই হারায় ওয়েস্ট ইন্ডিজকে। গত বছর কোভিড সংক্রমণের কারণে শ্রীলঙ্কায় তৃতীয় সারির দল নামিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত। সেটি বাদ দিলে ভারত কোনও দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সেই ২০১৯ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে। ফ্লোরিডার উইকেট কেমন আচরণ করবে তা স্পষ্ট নয়। তবে বাউন্ডারি ছোট, ফলে রান উঠতে পারে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরিস্থিতি না থাকলেও অল্প বৃষ্টি হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্ষাল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।
For all the latest Sports News Click Here