IND vs WI 3rd T20I Live: ভারতের জার্সিতে টি-২০ অভিষেক যশস্বী জসওয়ালের
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ২টি ম্যাচ হেরে টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। অই অবস্থায় গায়ানার তৃতীয় টি-২০ ম্যাচ টিম ইন্ডিয়ার সামনে ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। সিরিজে ভেসে থাকতে তৃতীয় টি-২০ ম্যাচ জিততেই হবে হার্দিকদের। শুধু তৃতীয় ম্যাচটিই নয়, বরং সিরিজের বাকি তিনটি টি-২০ ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। পান থেকে চুন খসলেই সিরিজ হেরে দেশে ফিরতে হবে ভারতকে। এখন দেখার যে, জয় ছাড়া উপায় নেই, এমন শর্ত সামনে রেখে ঘুরে দাঁড়াতে পারে কিনা টিম ইন্ডিয়া।
টি-২০ অভিষেক যশস্বীর
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের জার্সিতে টি-২০ অভিষেক হচ্ছে যশস্বী জসওয়ালের। ম্যাচের আগে তিনি ভারতের টি-২০ ক্যাপ হাতে পান। সুতরাং, ভারতের প্রথম একাদশে রদবদল হচ্ছেই।
ডু অর ডাই ম্যাচ ভারতের
সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে পরাজিত হয়ে কোণঠাসা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় সিরিজের বাকি তিনটি টি-২০ ম্যাচ ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। একটি ম্যাচ হারলেই সিরিজ হেরে দেশে ফিরতে হবে ভারতকে।
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নিকোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান।
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূর্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।
For all the latest Sports News Click Here