IND vs WI 2nd Test Live: ৫ বছর পরে বিদেশে টেস্ট সেঞ্চুরির হাতছানি কোহলির সামনে
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দাপট দেখায় ভারত। দ্বিতীয় সেশনে ৪টি উইকেট তুলে ক্যারিবিয়ান দল পালটা লড়াই চালায় বটে, তবে দিনের প্রথম ও তৃতীয় সেশনে একতরফা আধিপত্য দেখায় টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই বড় রানের পথে এগিয়ে চলা ভারতীয় দল দ্বিতীয় দিনে নিজেদের ইনিংসকে আরও কিছুদূর টেনে নিয়ে যাবে সন্দেহ নেই। এখন দেখার যে, ভারতের প্রথম ইনিংস কত রানে বেঁধে রাখতে পারেন ব্রাথওয়েটরা। পোর্ট অফ স্পেনের পিচের গতিপ্রকৃতি যে দিকে মোড় নিচ্ছে, তাতে ভারত যদি প্রথম ইনিংসে বিশাল রানের বোঝা চাপিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে, তবে অশ্বিনদের সামনে ব্যাট হাতে মাথা তুলে দাঁড়ানো মুশকিল হবে ক্যারিবিয়ানদের।
বিদেশে টেস্ট সেঞ্চুরির খরা কাটাতে পারবেন বিরাট?
বিরাট কোহলি শেষবার বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেন ২০১৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুতরাং, প্রায় ৫ বছর দেশের বাইরে কোনও টেস্ট সেঞ্চুরি করেননি তিনি। কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিন অঙ্কে পৌঁছনোর হাতছানি রয়েছে কোহলির সামনে। তার জন্য দ্বিতীয় দিনে মাত্র ১৩ রান করতে হবে বিরাটকে। এখন দেখার যে, বিদেশে টেস্ট সেঞ্চুরির খরা কাটাতে পারেন কিনা কোহলি।
প্রথম দিনের স্কোর
ত্রিনিদাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও জেসন হোল্ডার।
For all the latest Sports News Click Here