IND vs WI 2nd Test Live: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১০০তম টেস্টে নজর থাকবে কোহলির ৫০০-য়
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে লিড নিয়েছে ভারত। এবার পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে সম্মুখসমরে দু’দল। উভয় দলের কাছে এটি মাইলস্টোন ম্যাচ। কেননা ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ক্রিকেটে এটি ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই মাইলস্টোন ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় দু’দল। যদিও শক্তি-দুর্বলতার নিরিখে ভারতীয় দল ক্যারিবিয়ানদের থেকে বিস্তর এগিয়ে রয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই রোহিতদের একমাত্র লক্ষ্য। অন্যদিকে অঘটন ঘটানোর তাগিদ নিয়েই ত্রিনিদাদের লড়াই জিততে মরিয়া ক্রেগ ব্রাথওয়েটরা।
টেস্ট অভিষেক মুকেশ কুমারের
পোর্ট অফ স্পেনে ভারতের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মুকেশ কুমারের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন ম্যাচে ইন্ডিয়া ক্যাপ হাতে পেলেন বাংলার পেসার।
ওয়েস্ট ইন্ডিজের পাল্লা ভারি
এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে খেলা ৯৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৩টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০টি টেস্ট। ড্র হয়েছে ৪৬টি টেস্ট। সুতরাং, পাল্লা ভারি ওয়েস্ট ইন্ডিজের দিকে। যদিও ক্যারিবিয়ান দল শেষবার ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ জেতে ২০০২ সালে। গত ২১ বছরে ২৪টি টেস্টে ভারতকে হারাতে পারেনি তারা। শেষ দু’দশকে টানা ৮টি টেস্ট সিরিজে ভারতের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বর সিরিজেও তারা ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
প্রথম টেস্টের ফলাফল
ডমিনিকায় প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫০ রানে। পালটা ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪২১ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে গুটিয়ে যায়। ভারত এক ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল।
মাইলস্টোন ম্যাচে জয়ই লক্ষ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজের
পোর্ট অফ স্পেনের এই ম্যাচটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই জয় দিয়ে এমন মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে মরিয়া দু’দল।
For all the latest Sports News Click Here