IND vs WI 2nd ODI Live: আগ্রাসী শুরু গিলের, সতর্ক ইশান কিষান
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেরও দখল নেবে ভারত। যদিও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ পালটা আঘাত হানতে মরিয়া ভারতীয় শিবিরে। তাদের কাছে এটি ডু-অর-ডাই ম্যাচ। সিরিজে ভেসে থাকতে হলে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিততেই হবে ক্যারিবিয়ানদের। এখন দেখার যে বার্বাডোজে শেষ হাসি হাসে কারা। বলা বাহুল্য পাল্লা ভারি রোহিত শর্মাদের দিকেই।
সিলসের ওভারে জোড়া বাউন্ডারি গিলের
চতুর্থ ওভারে জয়ডেন সিলসের বলে ২টি চার মারেন শুবমন গিল। ওভারে ৯ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮ রান। গিল ১৪ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ১০ বলে ৩ রান করেছেন ইশান কিষান।
গিলের হাফ-চান্স ধরতে পারলেন না মায়ের্স
২.৩ ওভারে মায়ের্সের বলে সজোরে ড্রাইভ মারেন শুভমন গিল। বল সোজা গিয়ে বোলারের হাতে লাগে। যদিও ক্যাচ ধরতে পারেননি কাইল। এত জোরে শটে বোলারের পক্ষে ক্যাচ ধরা মুশকিল। সুতরাং, এটিকে হাফ-চান্স বলাই শ্রেস। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান।
সিলসকে বাউন্ডারি গিলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়ডেন সিলস। প্রথম বলেই চার মারেন শুভমন গিল। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান। গিল ৬ রানে ব্যাট করছেন।
ইশানের সঙ্গে ওপেনে গিল
প্রথম ম্য়াচের মতো সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষান ও শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কাইল মায়ের্স। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চম বলে ১ রান নেন গিল। প্রথম ওভারে ২ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কাইল মায়ের্স, ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, শিমরন হেতমায়ের, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, আলজারি জোসেফ, জয়ডেন সিলস ও গুড়াকেশ মোতি।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।
রোহিত-কোহলিকে ছাড়াই লড়াইয়ে ভারত
রোহিত-কোহলিকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। দুই সিনিয়রকে বিশ্রাম দিয়ে বাকিদের সুযোগ দেয় ভারত। দলে ঢোকেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল।
টস হারলেন হার্দিক
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামা হার্দিক পান্ডিয়া। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং ব্রিজটাউনে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। হার্দিক অবশ্য স্পষ্ট জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন।
বৃষ্টির ভ্রুকূটি রয়েছে ম্যাচে
ব্রিজটাউনে শনিবারের আবহাওয়ার পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দেবে না মোটেও। কেননা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। সুতরাং, ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে বৃষ্টি। উল্লেখ্য, বৃষ্টির জন্য সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা ধুয়ে যায়।
ডু-অর-ডাই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের
প্রথম ম্যাচ হেরে বসায় সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ খোয়াতে হবে ক্যারিবিয়ানদের। ভারত অবশ্য এই ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরতে মরিয়া।
প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
ব্রিজটাউনের প্রথম ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ২৩ ওভারে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন ক্যাপ্টেন শাই হোপ। কুলদীপ যাদব ৬ রানে ৪ উইকেট দখল করেন। ৩৭ রানে ৩টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। ৫২ রান করেন ইশান কিষান। ম্যাচের সেরা হন কুলদীপ।
For all the latest Sports News Click Here