IND vs WI 1st ODI Live: টস জিতলেন রোহিত, ভারতের হয়ে ওয়ান ডে অভিষেক মুকেশ কুমারের
টেস্ট সিরিজে প্রত্যাশিত জয়ের পরে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার লড়াই ওয়ান ডে সিরিজের। ফর্ম্যাট যত ছোট হয়, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে-বলে ততই ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা এতদিনে সবার জানা। তাই ভারতের কাছে চ্যালেঞ্জটা মোটেও সহজ হবে না। তাছাড়া বিশ্বকাপের মাস কয়েক আগে তিন ম্যাচের এই সিরিজটা বুঝিয়ে দেবে, ভারতীয় দল কতটা প্রস্তত। বিশ্বকাপের আগে ব্যক্তিগতভাবে নজর কাড়তে চাইবেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মূল দল মোটামুটি চিহ্নিত। তবে বিশ্বকাপ স্কোয়াডের কয়েকটা জায়গার জন্য নির্বাচকদের সামনে একাধিক বিকল্প রয়েছে। সেই কারণেই নিজেদের ছাপিয়ে যাওয়ার তাগিদ চোখে পড়বে ইশান, সঞ্জু, যুজবেন্দ্রদের মধ্যে।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।
টস জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবিয়ানদের। সুতরাং, ব্রিজটাউনে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
ওয়ান ডে অভিষেক মুকেশ কুমারের
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া ক্যাপ হাতে পান মুকেশ কুমার। সেই ম্যাচে টেস্ট অভিষেক হয় বাংলার তারকা পেসারের। এবার ব্রিজটাউনে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে মুকেশের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমবার দেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন তিনি। ভারতীয় দল সিরাজকে বিশ্রাম দেওয়ার পরে মুকেশের উপর গুরুদায়িত্ব বর্তাবে সন্দেহ নেই।
টেস্ট সিরিজের ফলাফল
২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ভারত। ডমিনিকার প্রথম টেস্টে তিন দিনেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ত্রিনিদাদের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্ট ড্র হয়।
ভারতের ওয়ান ডে স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, শুভমন গিল, শার্দুল ঠাকুর, উমরান মালিক, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
For all the latest Sports News Click Here