IND vs WI 1st ODI: দলে নেই তবু ফিল্ডিং ও ব্যাটিং করলেন ‘সঞ্জু স্যামসন’
অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সঞ্জু স্যামসন প্লেয়িং ইলেভেনে সুযোগ না পেলেও মাঠে তার উপস্থিতি দেখা গেছে অন্যভাবে। আসলে, এই ম্যাচে টস জিতে ভারতীয় দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় খেলোয়াড়রা যখন ফিল্ডিংয়ের জন্য মাঠে আসে, তখন সঞ্জু স্যামসনের জার্সি পরেছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, অর্থাৎ তিনি সঞ্জুর জার্সি পরে মাঠে নামেন। জার্সি সূর্যকুমারের প্রথম জার্সিটিতে স্যামসন লেখা ছিল এবং তার জার্সি নম্বর ৯ ও খোদাই করা ছিল।
সঞ্জু স্যামসন প্রথম ওডিআইয়ের জন্য প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হননি এবং সূর্যকুমার যাদবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সূর্যকুমার যখন জার্সি পরে মাঠে নামেন, তখন ভক্তরাও তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন ভক্ত লিখেছেন যে সূর্যকুমারও জানেন যে সঞ্জু স্যামসন যদি দলে থাকে তাহলে তিনি প্রথম একাদশে সুযোগ পেতে পারেন না। সূর্যকুমার দুর্দান্ত স্টাইলে সেটিকে জানালেন।
আসলে যখনই ভারত একটি সীমিত ওভারের ম্যাচ খেলে তখনই ভক্তেরা সেই দলে সঞ্জু স্যামসনকে দেখতে চান। সোশ্যাল মিডিয়ায় সঞ্জুকে নিয়ে আলাদা একটা ট্রেন্ডিং চলে। এমন অবস্থায় সঞ্জু স্য়ামসনকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দিলে তো কথাই নেই। ভক্তরা এই বিষয়টি ভালো ভাবে নেন না এবং সঞ্জুর ফ্য়ানরা সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে অ্যাকটিভ হয়ে যায়। বৃহস্পতিবার বার্বাডোজে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওডিআইয়ের সময় একই প্রবণতা অনুসরণ করা হয়েছিল। কারণ স্যামসন আবার উপেক্ষিত হয়েছিলেন এবং ইশান কিষানকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কিন্তু এই সময়ে ভারতীয় দলের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব সঞ্জুর ভক্তদের নিশ্চিত করেছিলেন যে স্যামসন মাঠে উপস্থিত রয়েছেন। আসলে সঞ্জুর অনুপস্থিতিকে নিজের জার্সি দিয়ে ঢাকতে চেয়েছিলেন সূর্য। ফিল্ডিং করার সময়ে সঞ্জুর জার্সি পরে তিনি মাঠে নামেন। তবে তখন অনেকেই ভেবেছিলেন যে সূর্য হয়তো ভুল করে সঞ্জুর জার্সি পরে মাঠে নেমেছেন। তবে এই তথ্যকে ভুল প্রমাণ করেন সূর্য। কারণ এখানেই বিষয়টা শেষ ছিল না, শুভমন গিল আউট হওয়ার পরে সূর্য যখন ব্যাট করতে নামেন, তখনও তিনি স্যামসনের জার্সি পরে মাঠে নামেন।
ম্যাচটি সম্পর্কে কথা বলতে গেলে, বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার বোলিং-এর দৌলতে প্রতিপক্ষ একেবারেই ধসে যায়। তারা জঘন্য প্রদর্শন করেন, মাত্র ২৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যাপ্টেন রোহিত শর্মা ষষ্ঠ বোলার হিসেবে কুলদীপকে আক্রমণে নিয়ে আসেন। কুলদীপের চমকপ্রদ স্পেলের ফলে তিন ওভারে মাত্র ছয় রানে চার উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের শেষ সাতটি উইকেট মাত্র ২৬ রানে পড়ে যায়। জবাবে ৭০ রানে তিন উইকেট হারায় ভারত। তবে রোহিত ও বিরাট কেউই প্রথমে ব্যাট করতে নামেননি। মিডল অর্ডারকে উপরের দিকে নিয়ে আসেন রোহিত। শুভমন-সূর্য-হার্দিক অনেক কম রানে সাজঘরে ফিরলেও পঞ্চাশ করেন ইশান কিষান। তবে এর মধ্যেও সঞ্জু স্যামসনের জার্সি গায়ে সূর্যকুমার যাদবের মাঠে নামা আলোচনার শিখরে রয়েছে।
For all the latest Sports News Click Here