IND vs WI: ৮১ বল খেলে প্রথম বাউন্ডারি, যুদ্ধজয়ের ভঙ্গিতে সেলিব্রেট কোহলির- Video
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়েন বিরাট কোহলি। দ্বিতীয় দিনের শেষে তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। সেই সুবাদে টেস্টে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন কোহলি।
এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন বীরেন্দ্র সেহওয়াগকে। বীরুকে টপকাতে বিরাটের দরকার ছিল ২৫ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন। ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে টেস্টে কেরিয়ারে কোহলির ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৮৫১৫ রান। ১১০টি ম্যাচের ১৮৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই রান সংগ্রহ করেছেন।
অন্যদিকে বীরেন্দ্র সেহওয়াগ ১০৩টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করে ৮৫০৩ রান সংগ্রহ করেছেন। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি টেস্ট রানের নিরিখে কোহলির আগে রয়েছেন কেবল সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর ও ভিভিএস লক্ষ্মণ।
আরও পড়ুন:- Duleep Trophy 2023 Final: পূজারার মুকুটে নতুন পালক, জাফরকে টপকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের পঞ্চপাণ্ডবের দলে চেতেশ্বর
ভারত তথা বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি টেস্ট রান রয়েছে তেন্ডুলকরের ঝুলিতে। তিনি ২০০টি টেস্টের ৩২৯টি ইনিংসে ব্যাট করে ১৫৬২১ রান সংগ্রহ করেছেন। সচিন টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। কোহলি এখনও পর্যন্ত টেস্টে ২৮টি সেঞ্চুরি ও সমসংখ্যক হাফ-সেঞ্চুরি করেছেন।
টেস্টে সব থেকে বেশি রান করা ১০ ভারতীয় ক্রিকেটার:-
১. সচিন তেন্ডুলকর- ১৫৯২১ রান
২. রাহুল দ্রাবিড়- ১৩২৬৫ রান
২. সুনীল গাভাসকর- ১০১২২ রান
৪. ভিভিএস লক্ষ্মণ- ৮৭৮১ রান
৫. বিরাট কোহলি- ৮৫১৫ রান (এখনও পর্যন্ত)
৬. বীরেন্দ্র সেহওয়াগ- ৮৫০৩ রান
৭. সৌরভ গঙ্গোপাধ্যায়- ৭২১২ রান
৮. চেতেশ্বর পূজারা- ৭১৯৫ রান
৯. দিলীপ বেঙ্গসরকার- ৬৮৬৮ রান
১০. মহম্মদ আজহারউদ্দিন- ৬২১৫ রান
IND vs WI 1st Test: ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে বিরাট রেকর্ড রোহিত-যশস্বীর, ৯১ বছরে এই প্রথম
উল্লেখ্য, কোহলি এদিন ধীরে সুস্থে নিজের ইনিংসের ভিত গড়ার দিকে নজর দেন। ৮০টি বল খেলার পরেও কোনও বাউন্ডারি মারতে পারেননি তিনি। নিজের ইনিংসের ৮১তম বলে প্রথম চার মারেন কোহলি। বিরাটের এতগুলি বল খেলে তবে প্রথম বাউন্ডারি মারার ঘটনা বিরল সন্দেহ নেই। কোহলি নিজেও সেটা উপলব্ধি করেন। তাই প্রথম চার মারার পরেই মজা করে সেলিব্রেটও করতে দেখা যায় তাঁকে। সাজঘরের দিকে মুষ্ঠিবদ্ধ হাত উঁচু করে উচ্ছ্বাস জাহির করেন বিরাট, যেমনটা তাঁকে হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি করে করতে দেখা যায়।
For all the latest Sports News Click Here