IND vs WI: রোহিত-যশস্বীর ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১০ ওভারেই বিশ্বরেকর্ড ভারতের
মাত্র ১০ ওভারেই বিশ্বরেকর্ড গড়ল ভারত। এখনও পর্যন্ত যতদিনের রেকর্ড নথিবদ্ধ রয়েছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইনিংসের প্রথম ১০ ওভারে সব থেকে বেশি রান করার নজির গড়ে টিম ইন্ডিয়া। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯০ রান সংগ্রহ করে।
এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে। তারা ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ইনিংসের প্রথম ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে। এবার থেকে সেই নজির লেখা থাকবে রোহিতদের নামে।
টেস্ট ইনিংসের প্রথম ১০ ওভারে সব থেকে বেশি দলগত রান:-
১. ভারত- ৯০ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩)
২. ইংল্যান্ড- ৮০ (বনাম পাকিস্তান, ২০২২)
৩. ওয়েস্ট ইন্ডিজ- ৭৮ (বনাম নিউজিল্য়ান্ড, ২০১৪)
৪. পাকিস্তান- ৭৭ (বনাম ভারত, ২০০৫)
৫. বাংলাদেশ- ৭৬ (বনাম ভারত, ২০০৭)
(যতদিন পর্যন্ত টেস্ট রেকর্ড নথিবদ্ধ রয়েছে)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ইনিংসে সব থেকে কম বলে দলগত ১০০ রান পূর্ণ করার সর্বকালীন রেকর্ড গড়ে ভারত। কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১২.২ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। অর্থাৎ, ৭৪ বলে ১০০ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। এত কম বলে টেস্ট ইনিংসে দলগত ১০০ রানে পৌঁছতে পারেনি আর কোনও দেশ।
আরও পড়ুন:- IND vs WI 2nd Test: অশ্বিনের মঞ্চে আগুন ঝরালেন সিরাজ, দরকারের সময় কেরিয়ারের সেরা বোলিং মিয়াঁর- ভিডিয়ো
উল্লেখ্য, ম্যাচে বৃষ্টির প্রভাব পড়তে পারে ধরে নিয়েই ভারতীয় দল দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে শেষ ইনিংসে ব্যাট করতে ডাকার পরিকল্পনা করে। সেই অনুযায়ী দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার থেকে ব্যাট চালাতে শুরু করেন দুই ভারতীয় ওপেনার। প্রথম ওভারে ১২ রান তোলে তারা। ৬ ওভারের মধ্যেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া। প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯০ রান। ইনিংসের সেই পর্যায় রোহিত শর্মা ৩৯ বলে ৫৬ রান ব্যাট করছিলেন। যশস্বী অপরাজিত ছিলেন ২২ বলে ৩১ রান করে।
মাত্র ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা রোহিত শর্মা শেষমেশ ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করে আউট হন। যশস্বী জসওয়াল ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন।
For all the latest Sports News Click Here