IND vs WI প্রথম ওডিআই ম্যাচটি কখন, কোথায় কী ভাবে দেখবেন? জেনে নিন বিস্তারিত
রোহিত শর্মা এবং তাঁর দলের প্লেয়াররা বার্বাডোজের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে সাদা বলের সিরিজের হাত ধরেই ওডিআই ক্রিকেটে নিজেদের ফোকাস করতে শুরু করবে।
গুরুত্বপূর্ণ এশিয়া কাপের আগে ভারত তাদের দল গুছিয়ে নিতে চাইবে। কিন্তু ফিটনেস এবং কম্বিনেশন নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো গুরুত্বপূর্ণ প্লেয়াররা অনুপস্থিত। সেই জায়গায় তাদের পরিবর্তরা নিজেদের জায়গা করে নেওয়া জন্য এই টুর্নামেন্টে প্রাণ বাজি রেখে খেলবেন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ নতুন লড়াই শুরু করবে। কিছু দিন আগেই ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে গিয়েছে উইন্ডিজ। প্রথম বার ক্যারিবিয়ান ব্রিগেডকে বাদ দিয়ে ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। যেটা তাদের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। এর পর আবার ভারতের কাছে টেস্ট সিরিজে তারা ল্যাজেবোগরে হয়েছে। বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। তা না হলে, আরও খারাপ দশা হত উইন্ডিজের।
আরও পড়ুন: ICC Test Ranking-এ পাক ক্রিকেটাররা নজর কাড়লেন, সেঞ্চুরির পরেও দশে জায়গা পেলেন না কোহলি, বড় লাফ দিলেন সিরাজ, যশস্বী
তবে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান ব্রিগেড। শাই হোপের অধীনে একটি তরুণ দল গড়ে তুলতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিক ভাবেই দু’টি দলই নিজেদের ভবিষ্যতের লক্ষ্য নিয়ে এই সিরিজ খেলতে নামবে। যে কারণে ব্রিজটাউনে প্রথম ম্যাচ থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সকলে।
এক নজরে দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে প্রথম ওডিআই কবে, কোথায়, কখন হবে। এবং কোন টিভি চ্যানেল ও অনলাইনে কী ভাবে লাইভ স্ট্রিমিং দেখবেন।
আরও পড়ুন: হরমনের লজ্জাজনক আচরণের খেসারত- এশিয়াডের প্রথম দুই ম্যাচ মিস করবেন ভারত অধিনায়ক
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম ওডিআই ম্যাচটি কবে হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম ওডিআই ২৭ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে।
ম্যাচটি কোথায় হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজে খেলা হবে।
কখন শুরু হবে?
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সন্ধ্যে ৭টা থেকে (স্থানীয় সময়ে সকাল সাড়ে ৯টা)। এর জন্য টস হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
কোন টিভি চ্যানেল প্রথম ওডিআই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম ওডিআই ম্যাচটি দূরদর্শন স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।
লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাওয়া যাবে?
এই ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। আপনি https://bangla.hindustantimes.com/sports -এ ম্যাচের লাইভ আপডেট পাবেন।
For all the latest Sports News Click Here