IND vs WI: আজ ঠিক করেছিলাম পজিটিভ ভাবে খেলব, ঝোড়ো ৫০-র পর জানালেন কোহলি
শুভব্রত মুখার্জি
দীর্ঘ দুই বছরের বেশি সময় হয়ে গিয়েছে বিরাট কোহলির ব্যাট থেকে কোনো আন্তর্জাতিক শতরান আসেনি। শেষবার ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলের বিরুদ্ধে গোলাপি টেস্টে শতরান করেছিলেন বিরাট। তার পরবর্তীতে একাধিক অর্ধশতরানের ইনিংস খেললেও বিরাটের ব্যাটে দেখা মেলেনি কাঙ্খিত শতরানের। সেই বিরাট ব্যাট হাতে ফের একবার স্বমহিমায় ধরা পড়লেন কলকাতার ইডেন গার্ডেন্সে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেললেন ৫২ রানের (৪১ বলে) একটি ঝলমলে ইনিংস। ম্যাচের বিরতিতে বিরাট জানান এদিন প্রথম থেকেই আত্মবিশ্বাসী হয়ে পজিটিভ ক্রিকেট খেলার চিন্তা মাথায় নিয়েই তিনি ২২ গজে এসেছিলেন। তিনি বলেন, ‘আমার কাছে ব্যাট হাতে ২২ গজে নামা মানেই দলের হয়ে পারফর্ম করার একটা বড় সুযোগ। শেষ পর্যন্ত ব্যাট না করতে পারায় একটু হতাশই হয়েছি। তোমার নিজের ‘ইন্সটিংক্ট’কে ব্যাক করাটা খুব জরুরি। বিশ্বাস রাখতে হবে যে তুমি ভুল করেব না। আমি আজ ২২ গজে নামার পর থেকেই পজিটিভ ব্যাটিং করার লক্ষ্যে ছিলাম। তারপরে আমরা বেশ কিছু উইকেট হারাই। আরও বড় ইনিংস খেলতে না পরায় হতাশ। তবে আমার উদ্যোগ নিয়ে আমি খুশি ছিলাম। আমি প্রথম থেকেই শট খেলার তাঁক করছিলাম।’
বিরাট আর ও যোগ করেন, ‘শট খেলতে গিয়ে নিজেকে দায়িত্বজ্ঞানহীন মনে করে দোনোমোনো করার মানে নেই। শট খেলার সময়তে একটা ভারসাম্য বজায় রাখাটা জরুরি। আজকে আমি এই ভারসাম্য রাখতে পারায় খুশি। আজ উইকেটে বল থেমে থেমে আসছিল।’ বিরাটের পাশাপাশি ঋষভ পন্তের ৫২ রান ও বেঙ্কটেশ আইয়ারের ৩৩-এ ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৬ রান করে। অবশেষে, আট রানে উইন্ডিজকে এই ম্যাচে হারিয়ে সিরিজ জিততে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here