IND vs WA Live- ১৬৯ রান তাড়া করতে ব্যাট হাতে নামলেন ঋষভ পন্ত ও কেএল রাহুল
লাইভ আপডেটস
Updated: 13 Oct 2022, 01:16 PM IST
- বৃহস্পতিবার পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচে নেমে ছিল মেন ইন ব্লু। প্রথমে বোলিং করতে নেমে আর্শদীপ সিং ভারতকে নিখুঁত শুরু করেছিলেন। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপকে আউট করেন তিনি। যাইহোক, নিক হবসন এবং ডি’আর্সি শর্ট এরপরে অর্ধশতরান করেন। দুই ব্যাটারই নিজ নিজ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। হার্ষাল প্যাটেল তখন হবসনকে ৬৪ রানে আউট করেন, একই ওভারে শর্ট ৫২ রানে রানআউট হন। আর অশ্বিন একই ওভারে তিনটি উইকেট তুলে নিলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাদের গতি হারিয়ে ফেলে। ২০তম ওভারে হার্ষাল প্যাটেল ১৩ রান দিলেন এবং একটি উইকেট নিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করেছে। এই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৬৯ রান।
কেএল রাহুল এ দিনের ম্যাচে ভারতীয় নেতৃত্ব দিচ্ছেন। যদিও রোহিত শর্মা প্লেয়িং ইলেভেনের অংশ। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং যুজবেন্দ্র চাহালকে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে, কোহলিকে স্লিপে ফিল্ডিং করতে দেখা গিয়েছে।
ছক্কা মারলেন পন্ত
ঋষভ পন্ত রানের গতি বাড়ালেন। চতুর্থ ওভার শেষ করার আগে ছক্কা মারলেন পন্ত। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১৮/০
কেএল রাহুল বাউন্ডারি হাঁকালেন
ঋষভ পন্তের কাছে স্ট্রাইক দেওয়ার আগে বেহরেনডর্ফের বিরুদ্ধে বাউন্ডারি মারেন কেএল রাহুল। ৩ ওভার পরে ভারতের স্কোর ৮/০ রান।
ধীরগতিতে শুরু করল ভারত
দ্বিতীয় ওভারে মাত্র দুটি সিঙ্গেল নিয়ে ভারতের শুরুটা ধীরগতি করল পন্ত ও রাহুল। ২ ওভার পরে ভারতের স্কোর ২/০ রান।
ব্যাট করতে নামল ভারত
কেএল রাহুলের সঙ্গে ব্যাট করতে নামলেন ঋষভ পন্ত। ১৬৯ রান তাড়া করতে নেমে কেএল রাহুল প্রথম ওভারে রানের খাতা খুলতে পারলেন না।
দুরন্ত অশ্বিন, জোড়া সাফল্য হার্ষালের
এদিনের ম্যাচে ৩২ রােন তিন উইকেট শিকার করলেন অশ্বিন। হার্ষাল প্যাটেল ২৭ রান দিয়ে নিলেন দুই উইকেট। আর্শদীপ সিং ২৫ রান দিয়ে নিলেন এক উইকেট।
জিততে ভারতের প্রয়োজন ১৬৯
২০তম ওভারে হার্ষাল প্যাটেল ১৩ রান দিলেন এবং একটি উইকেট নিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান করেছে। এই ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৬৯ রান।
১৫০ টপকাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯তম ওভারে বল করেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ১৫৩/৭
বাকি আর দুই ওভার
আরশদীপ সিং ১৮ তম ওভার বল করলেন এবং আট রান দিলেন। ১৮ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৪৬/৬ রান।
এক ওভারে তিন উইকেট
অশ্বিন এবারে বল হাতে চমক দেখালেন। একই ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন অশ্বিন। ব্যানক্রফ্ট ধরা পরেন। ১৭ ওভারের পরে স্কোর ১৩৮/৬ রান।
আর বাকি চার ওভার
হার্ষাল ওভারের পরে ম্যাচে ফিরেছে ভারত। এখন দেখার বারকি চার ওভারে প্রতিপক্ষকে কত রানে আটকে রাখে কেএল রাহুলের ভারত।
১৬ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৩৬/৩ রান
অ্যাশটন টার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট নতুন ব্যাটসম্যান হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন। ১৬ ওভারের পরে স্কোর ১৩৬/৩ রান।
এক ওভারে দুই উইকেট
ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন হার্ষাল প্যাটেল। তাঁর বলে ৪১ বলে ৬৪ রান করে আউট হন হবসন। ডি’আর্সি শর্ট ৫২ রান করে রানআউট হলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১৫ ওভারের শেষে তুলল ১২৭/৩ রান।
হাফ সেঞ্চুরি করলেন ডি’আর্সি
ডি’আর্সি শর্টও হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৪ ওভারের পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১১৮/১ রান।
৫০ পূর্ণ করলেন হবসন
হবসন তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। অশ্বিন তার তৃতীয় ওভার বল করেন এবং দেন ১২ রান। ১২ ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১০/১
১২ ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৮/১
ব্যাটাররা এখন ধীরে ধীরে গিয়ার বদল করছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১২ ওভার পরে ৯৮/১ রান করেছে। নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান দেন দীপক হুডা।
নিজের দ্বিতীয় ওভারে ছয় রান দিলেন অশ্বিন
অশ্বিনের করা এই ম্যাচের দ্বিতীয় ওভারে ছয় রান দিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১১ ওভারের পরে ৮৪/১ এ পৌঁছে গিয়েছে।
দ্বিতীয় উইকেটের খোঁজে ভারত
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের রান রেট কিছুটা বেড়ে যাচ্ছে। ডি’আর্সি শর্ট ( ২৫ বলে ৩৫ রান) এবং নিকোলাস হবসন (২৬ বলে ৩৪)। ১০ ওভার শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৭৮/১ রান।
৮ ওভারে সাতটা বোলার
আট ওভারে এখনও পর্যন্ত সাত বোলার ব্যবহার করেছে ভারত। মাত্র দুই ওভার বল করেছেন আর্শদীপ সিং। তৃতীয় ওভারে প্রথম উইকেটের পর ডি’আর্সি শর্ট (১৫ বলে ২৬) এবং নিকোলাস হবসন (১৩ বলে ২০) জুটি গড়েছেন। আট ওভার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ৬০/১।
পাওয়ারপ্লে শেষ!
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ পঞ্চাশ টপকাল। মাঠে রয়েছেন ডি’আর্সি শর্ট এবং নিকোলাস হবসন। এখন পর্যন্ত একমাত্র উইকেট নিয়েছেন আর্শদীপ। ছয় ওভারের পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোর ৫৪/১।
পঞ্চম বোলার এলেন অশ্বিন
আক্রমণে আলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর প্রথম ওভারে ১২ রান দিলেন তিনি। যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল। পাঁচ ওভার পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৪৩/১।
প্রথম চার ওভারে বল করলেন চার বোলার!
ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং আর এখন দীপক হুডা। WACA-তে ভারত প্রথম চার ওভারে চারটি ভিন্ন বোলার বল করলেন। চার ওভার পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৩১/১।
প্রথম উইকেটের পতন
আট রানে আউট হলেন জশ ফিলিপ! তৃতীয় ওভারে আর্শদীপ সিং-এর বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ফিলিপ।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ১৬/১
প্রথম ওভারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্কোর ৬/০
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের হয়ে ব্যাট হাতে শুরু করেন ডি’আর্সি শর্ট এবং জশ ফিলিপ। নতুন বলে শুরু করলেন ভুবনেশ্বর কুমার। কোহলি, যার নাম আজ ব্যাটসম্যানদের তালিকায় নেই, তিনি প্রথম স্লিপে দাঁড়িয়ে। প্রথম ওভারের পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের স্কোর ৬/০।
দেখে নিন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লাইন আপ:
জশ ফিলিপ (উইকেটরক্ষক), ডার্সি শর্ট, নিক হবসন, ক্যামেরন ব্যানক্রফট, অ্যাশটন টার্নার (অধিনায়ক), স্যাম ফ্যানিং, হামিশ ম্যাকেঞ্জি, ম্যাথিউ কেলি, অ্যান্ড্রু টাই, জেসন বেহরেনডর্ফ, ল্যান্স মরিস
অনুশীলনে ব্যস্ত বিরাট
যদিও প্রথম একাদশে না থেকে রিসার্ভ দলে রয়েছেন বিরাট কোহলি। তবু তাঁকে মাঠে বেশ কিছুক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছে।
টস জিতল ভারত
টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা। এই ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বে মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা।
ভারতের দল ঘোষণা
রোহিতের উপস্থিতিতেও দলের নেতৃত্ব দেবেন কেএল রাহুল! কোন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। দেখে নিন দলের তালিকা।
For all the latest Sports News Click Here