IND vs SL Live: ব্যাট হাতে ঝড় তুলেছেন টিম ইন্ডিয়ার ‘SKY’, গিলের পরে আউট হার্দিক
লাইভ আপডেটস
Updated: 07 Jan 2023, 08:16 PM IST
Sanjib Halder
মুম্বই এবং পুনের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর, ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের অ্যাকশন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। গুজরাতের রাজকোট শহরের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় রয়েছে এবং সিদ্ধান্ত হবে রাজকোটে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত তার প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
ভারত তার প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
১৬ ওভারে ভারতের স্কোর ১৭৮/৪
এই ওভারে হার্দিক আউট হলেও সূর্যের ঝড় চলছেই। ১৪ রান নিল ভারত।
আউট হার্দিক
মাত্র চার রান করে রাজিথার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া।
১৫ ওভারে ভারতের স্কোর ১৬৪/৩
১৫ ওভারের শেষ ভারত ১৬৪ করেছেন। তবে এই ওভারে গিলের উইকেট নিলেন হাসারাঙ্গা।
বোল্ড. আউট গিল
হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ৩৬ বলে ৪৬ রান করলেন তিনি। চার রানের জন্য অর্ধশতরান মিস করলেন।
১৪ ওভারে ভারতের স্কোর ১৫৪/২
ব্যাট হাতে ঝড় তুলেছেন সূর্যকুমার যাদব। এই ওভারে ২৩ রান নিল ভারত। এই ওভারে দুটো ছক্কা ও ২ চার হাঁকালেন দুই ব্যাটার।
১৩ ওভারে ভারতের স্কোর ১৩১/২
দিশান মধুশঙ্কার এই ওভারে ১৮ রান নিল ভারত। সূর্য করলেন অর্ধশতরান। গিল খেলছেন ৩২ বলে ৩৪ রান করে।
২৬ বলে ৫১ রান
অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। ১৩তম ওভারে অর্ধশতরান করলেন তিনি। চার ও ছক্কার বন্যা বয়ে চলেছে। চারটে চার ও ত
১২ ওভারে ভারতের স্কোর ১১৩/২
১২তম ওভারে ৯ রান নিল ভারত। হাসারাঙ্গার এই ওভারে চার বা ছক্কা মারতে পারেননি গিল ও সূর্য।
১১ ওভারে ভারতের স্কোর ১০৪/২
গিল করেছেন ২৮ বলে ২৯ রান, সূর্যকুমার যাদব করেছেন ২০ বলে ৩৬ রান। চামিকা করুনারত্নের ওভারে ১২ রান নিল ভারত।
১০ ওভারে ভারতের স্কোর ৯২/২
দারুণ শুরু করল টিম ইন্ডিয়া। ইশান-রাহুল আউট হয়ে যেতে সূর্য-গিল ইনিংসের হাল ধরেছেন। বড় ইনিংসের পথে
৯ ওভারে ভারতের স্কোর ৮৫/২
শুভমন গিল ২৫ বলে ২৬ রান করেছেন এবং ১১ বলে ২০ রান করে খেলছেন সূর্যকুমার যাদব।
৮ ওভারে ভারতের স্কোর ৭৭/২
করুনারত্নের ওভারে ১৪ রান নিল ভারত।
৭ ওভারে ভারতের স্কোর ৬৩/২
হাসারাঙ্গা সপ্তম ওভারে বল করতে এসেছিলেন। এই ওভারে ভারত ১০ রান নিল। এই ওভারে গিল একটি বড় ছক্কা হাঁকালেন।
৬ ওভারে ভারতের স্কোর ৫৩/২
ভালো মন্দ মিশিয়ে শেষ হল প্রথম পাওয়ার প্লে। যাতে ভারত করল ৫৩ রান কিন্তু ২টি উইকেট তুলে নিল শ্রীলঙ্কা।
আউট রাহুল ত্রিপাঠী
করুনারত্নের বলে দিলশান মধুশঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৫ রান করলেন তিনি।
পঞ্চম ওভার ৩৯/১
মাহিশ থিকসানাকে বলে আনলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে থিকসানার পরীক্ষা নিলেন রাহুল ত্রিপাঠী। এই ওভারে তিনটি চার মারলেন রাহুল।
চতুর্থ ওভার ২৭/১
ম্যাচের রাশ ধরার চেষ্টা করছেন গিল ও ত্রিপাঠী। ইশান কিষাণ আউট হতে একটু চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
তৃতীয় ওভার ২২/১
জ্বলে উঠলেন শুভমন গিল। তৃতীয় ওভারে ১৫ রান লিন ভারত। ১১ বলে ১০ রান করলেন গিল। রাহুল ত্রিপাঠী ৫ বলে ৯ রান করলেন।
দ্বিতীয় ওভার ৭/১
দ্বিতীয় ওভারে কোনও রানই করতে পারলেন না গিল ও ত্রিপাঠী। মেডেন নিলেন রাজিথা।
প্রথম ওভার ৭/১
প্রথম ওভারে ৭ রান দিয়ে এক উইকেট তুলল শ্রীলঙ্কা। দিলশান মধুশঙ্কার বলে ধনঞ্জয় দি সিলভার হাতে ক্যাচ দিলেন ইশান কিষাণ।
আউট
ভারতের প্রথম উইকেটের পতন, আউট হলেন ইশান কিষাণ। ২ বলে ১ রান করে আউট হলেন ইশান। ভারতের স্কোর ০.৪ ওভারে ৩/১ রান। মধুশঙ্কার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তি
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত তার প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
For all the latest Sports News Click Here