IND vs SL: ১০০তম টেস্টে স্পেশ্যাল ক্যাপ, তাও ছেলেবেলার হিরোর হাত থেকে, আবেগপ্রবণ কোহলি
বিরাট কোহলির ১০০তম টেস্টের আগে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই-এর তরফে। তাঁর হাতে দলের কোচ রাহুল দ্রাবিড় তুলে দেন ১০০তম টেস্টের ক্যাপ। সঙ্গে দেওয়া হয় একটি স্মারক। বিরাট কোহলির সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। রাহুল দ্রাবিড়ের হাত থেকে ক্যাপ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিং কোহলি। তিনি বলেন, ‘আমার ছেলেবেলার একজন হিরোর হাত থেকে ১০০তম টেস্টের ক্যাপ তুলে দেওয়ার জন্য আমি বিসিসিআই-কে ধন্যবাদ জানাতে চাই।’
এ দিকে বিরাটের হাতে ক্যাপ এবং স্মারক তুলে দিয়ে দ্রাবিড় বলেন, ‘এটি অসাধারণ এক প্রাপ্তি এবং আশা করছি, এটি অনেক কিছু পাওয়ার সবে শুরু। আমরা ড্রেসিংরুমে যেমন বলি, এটি দ্বিগুণ করো।’
কোহলির এই ১০০তম টেস্টের সাক্ষী থাকতে অনুষ্কা ছাড়াও উপস্থিত ছিলেন কোহলির ভাইও। কোহলি বলেন, ‘আমার কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী আমার সঙ্গে রয়েছে। আমার ভাই এসেছে। প্রত্যেকেই খুব গর্বিত। এটি টিম গেম এবং এটা এদের ছাড়া সম্ভব ছিল না। আমরা তিনটি ফরম্যাট এবং একটি আইপিএল সহ যে প্রচুর ম্যাচ খেলি। তবে পরবর্তী প্রজন্ম আমার থেকে যেটা নিতে পারে, সেটা হল আমি ক্রিকেটের সবচেয়ে বিশুদ্ধ ফর্ম্যাটে ১০০টি ম্যাচ খেলেছি।’
ভারতের ১২তম প্লেয়ার হিসেবে কোহলি এই নজির গড়তে চলেছেন। বিরাটের আগে সচিন তেন্ডুলকর (২০০), রাহুল দ্রাবিড় (১৬৩), ভিভিএস লক্ষ্মণ (১৩৪), অনিল কুম্বলে (১৩২), কপিল দেব (১৩১), সুনীল গাভাসকর (১২৫), দিলীপ বেঙ্গসরকার (১১৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৩), ইশান্ত শর্মা (১০৫), হরভজন সিং (১০৩), বীরেন্দ্র সেহওয়াগ (১০৩) এই মাইলস্টোন স্পর্শ করেছেন।
কোহলি ৯৯টি টেস্টে করেছেন ৭৯৬২ রান। ২৭টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। যার মধ্যে প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২ সালে অ্যাডিলেডে। আর ২৭ নম্বরটি এসেছে কলকাতায়। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন বিরাট। তার পর থেকে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেললেও শতরান আসেনি। মোহালিতে তাঁর ১০০তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় বিরাট ভক্তরা।
For all the latest Sports News Click Here