IND vs SL: শেষ ৪ ওভারে বেধড়ক পিটুনি, লজ্জার নজির গড়ল রোহিতের টিম ইন্ডিয়া
ধরমশালায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষের ওভারে দাসুন শানাকা ও পাথুম নিসঙ্কারা দুর্ধর্ষ ব্যাটিংয়ের জেরে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলল শ্রীলঙ্কা। এই ইনিংসেই ভারত ও শ্রীলঙ্কা, দুই দলই রেকর্ড গড়ে ফেলল।
এক সময় ১৫ তম ওভারে ১০৪ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে নিসঙ্কা এবং মূলত অধিনায়ক শানাকার দুর্ধর্ষ হিটিংয়ে ভর করেই ম্যাচে কামব্যাক করে শ্রীলঙ্কা। পাঁচ ছক্কা ও দুই চারের সহায়তায় ১৯ বলে অপরাজিত ৪৭ রান শানাকা। নিসঙ্কা ৫৩ বলে ৭৫ রান করে আউট হন। নিজের ইনিংসে ১১টি চার মারেন লঙ্কান ওপেনার। শেষ চার ওভারে এক উইকেটের বিনিময়ে ৭২ রান তোলে শ্রীলঙ্কা।
এর ফলেই ভারত ও শ্রীলঙ্কা, দুই দলই নজির গড়ে ফেলে, তবে শ্রীলঙ্কার নজির গর্বের হলেও, ভারতের নজির লজ্জারই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ৭২ রানই শ্রীলঙ্কার করা সর্বাধিক রান। এর আগে ২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিরুদ্ধে ৬৬ রান করেছিল লঙ্কান লায়ান্সরা। অপরদিকে, ভারতীয় দল শেষ চার ওভারে এর থেকে বেশি রান আগে কখনও দেয়নি।
জোহানেসবার্গেই ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ চার ওভারে ৭১ রান দিয়েছিল ভারতীয় বোলাররা। এতদিন পর্যন্ত এটাই সর্বাধিক রান ছিল। তবে এই ম্যাচে সেই লজ্জার নজিরকে টপকে নতুন নজির গড়ল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ (চার ওভারে ২৪ রান) ও যুজবেন্দ্র চাহাল (চার ওভারে ২৭ রান) বাদে বাকি তিন ভারতীয় বোলাররা সকলেই বেধড়ক মার খান।
For all the latest Sports News Click Here