IND vs SL: মোহালি টেস্টে বড় জয় পেতে রোহিতের ভূমিকা কতটা? কত নম্বর দিলেন গাভাসকর?
মোহালি টেস্টের হাত ধরেই লাল-বলের ক্রিকেটের পূর্ণ অধিনায়ক হিসেবে রোহিত শর্মা পথ চলা শুরু করেছেন। আর সেই টেস্টেই শ্রীলঙ্কাকে এক ইনিংস এবং ২২২ রানে হারিয়ে ইতিহাস লিখেছেন রোহিত শর্মা। যে রেকর্ড সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদেরও নেই, সেই রেকর্ড গড়েছেন। ৬৭ বছর আগে পলি উমরিগরের করা রেকর্ড স্পর্শ করেছেন রোহিত। পলি উমরিগরের পরেই রোহিত দ্বিতীয় অধিনায়ক, যিনি টেস্টের পূর্ণ অধিনায়ক হিসেবে অভিষেকেই জয় পেয়েছেন।
রোহিতের নেতৃত্ব বরবারই প্রশংসা পেয়ে এসেছে। তাঁর নেতৃত্বেই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এ বার তাঁর হাত ধরেই সাফল্যের পথ চলা শুরু ভারতেরও। এর আগে টি-টোয়েন্টি এবং এক দিনের পূর্ণ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। এ বার রোহিতের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই বড় সাফল্য পেল ভারত। রোহিতের নেতৃত্বের দক্ষতায় মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও। দশের মধ্যে অধিনায়ক রোহিতকে গাভাসকর দিয়েছেন ৯.৫।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে হিটম্যানের ভূয়সী প্রশংসা করে গাভাসকর বলেথেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দুরন্ত অভিষেক হল রোহিতের। তিন দিনের মধ্যে টেস্ট জয় বুঝিয়ে দেয় যে, একটা দল কতটা শক্তিশালী। সবচেয়ে বড় বিষয়, ভারত যে ভাবে ফিল্ডিং পরিবর্তন করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। ফিল্ডাররা ঠিক জায়গায় দাঁড়িয়েই ক্যাচগুলো পেয়েছে। সে ভাবে তাদের নড়তেই হয়নি। একেই বলে স্পট অন-ফিল্ড প্লেসিং। এমন কী বোলিং পরিবর্তনের ক্ষেত্রেও বলা যেতে পারে যে, রবীন্দ্র জাদেজাকে হয়তো একটু পরের দিকে আক্রমণে আনা হয়েছে। কিন্তু দিনের শেষে ভারত ২ দিন হাতে রেখে ম্যাচ জিতেছে। আমি রোহিতকে দশে দেব সাড়ে নয়।’
ভারতের ৩৫ তম টেস্ট ক্যাপ্টেন হিসাবে মোহালি টেস্টে অভিষেক হয় রোহিতের। অনিল কুম্বলের পরে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই নতুন ইনিংস শুরু করলেন হিটম্যান। ৩৪ বছর ৩০৮ দিন বয়সে রোহিত টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেক হয়েছে তাঁর। কুম্বলের টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল ৩৭ বছর ৩৬ দিনে। প্রসঙ্গত, এই পরিসংখ্যান বিগত ৬০ বছরের হিসেবে অনুযায়ী করা হয়েছে।
For all the latest Sports News Click Here