IND vs SL: ভারতের কাছে ৩১৭ রানের হারের কারণ জানতে রিপোর্ট তলব শ্রীলঙ্কা বোর্ডের
শ্রীলঙ্কার ক্রিকেটে সময়টা এখন মোটেও ভালো যাচ্ছে না। ভারতের বিরুদ্ধে সত্যি খুব খারাপ পারফরম্যান্স করেছে তারা। বিশেষ করে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই-এ জঘন্য ভাবে ল্যাজেগোবরে হয় শ্রীলঙ্কা। এবং ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে।
রবিবার তিরুঅনন্তপুরমে ভারতের বিরুদ্ধে ওডিআই-এ ৩৯০ রান তাড়া করতে নেমে, মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩১৭ রানে বিশাল জয় পায় ভারত। আর ভারতের কাছে লজ্জার হারের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দলের কাছে রিপোর্ট চেয়েছে। ৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টে অধিনায়ক, হেড কোচ, সিলেকশন প্যানেল এবংটিম ম্যানেজারের মতামত চাওয়া হয়েছে।
এসএলসি-র তরফে মিডিয়া রিলিজে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জাতীয় দলের ম্যানেজারকে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার বাজে ভাবে হারের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। হার নিয়ে অধিনায়ক, হেড কোচ এবং সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজারের মতামত থাকা আবশ্যক। এসএলসি টিম ম্যানেজারকে ৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করছে।’ পাশাপাশি বোর্ডের তরফ থেকে শেষ ওয়ানডেতে দলের খারাপ পারফরম্যান্সের প্রেক্ষাপট বোঝাতে বলা হয়েছে।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওডিআই-এ প্রথমে বিরাট কোহলি, শুভমন গিলের দাপটের পরে ভারতীয় বোলারদের আগুনে পারফরম্যান্স- যার জেরে চূর্ণবিচূর্ণ হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে দুরন্ত ছন্দে বিরাট এবং শুভমন সেঞ্চুরি হাঁকান। তাঁদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত।
শুভমন ৯৭ বলে ১১৬ করেন। আর কোহলি ঝড় তুলে ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া রোহিত শর্মা করেছিলেন ৪২ রান। মূলত পরের দিকে বিরাট ঝড়েই শ্রীলঙ্কার বোলাররা উড়ে যান। ভারত রানের পাহাড়ে চড়ে বসে।
এ দিকে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। নুয়ানিদু ফার্নান্দো সর্বোচ্চ ১৯ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান কাসুন রাজিথার ১৩। এ ছাড়া দুই অঙ্কের ঘরো পৌঁছান দাসুন শানাকা। তাঁর সংগ্রহ ১১। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি করেছেন।
ভারতের মহম্মদ সিরাজ নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। প্রসঙ্গত, আশেন বান্দারা এ দিন চোটের কারণে ব্যাট করতে পারেননি।
For all the latest Sports News Click Here