IND vs SL: ভাবতে পারিনি তিন দিনে জিতব, অকপট রোহিত, ডিক্লারেশন নিয়ে দিলেন সাফাই
মোহালিতে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এক ইনিংস এবং ২২২ রানে ভারতীয় দল সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে। সীমিত ওভারে ইতিমধ্যেই দাপট দেখালেও, অধিনায়ক রোহিত শর্মার অধীনে এটিই ছিল ভারতের প্রথম টেস্ট ম্যাচ। মাত্র তিন দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় রোহিত নিজেও কিছুটা বিস্মিত।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক জানান, ‘(অধিনায়ক হিসাবে) আমার জন্য এটা দারুণ স্টার্ট। ভাবতে পারিনি তিনদিনেই এই ম্যাচ জিতব। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভাল ছিল, তবে পেসার এবং স্পিনার, উভয়ের জন্যই একটু মদতও ছিল। আমাদের বোলাররা জুটি বেঁধে দারুণ বল করেছে এবং ওদের ওপর সবসময়ই চাপ রেখেছিল। আমরা ওদের ব্যাটারদের ভুলেরই অপেক্ষায় ছিলাম এবং আশা করছিলাম কোনো না কোনো বল একটু পৃথক আচরণ করবে। এই জয় নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের জন্য ভাল লক্ষণ।’
প্রথম ইনিংসে ভারতীয় দল আট উইকেটের বিনিময়ে ৫৭৪ রানে তোলে। জবাবে শ্রীলঙ্কা দুই ইনিংসে যথাক্রমে ১৭৪ ও ১৭৮ রানেই গুটিয়ে যায়। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পাশপাশি বল হাতেও দুই ইনিংসে যথাক্রমে পাঁচ ও চারটি উইকেট নেন। তবে দুর্ধর্ষ ছন্দে ব্যাট করা জাদেজা দ্বিশতরানের দিকে এগোলেও, সেই সময় রোহিতের ইনিংস ডিক্লায়ার করার সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা করা হয় অনেক মহলে। এই বিষয়ে রোহিত সাফ জানিয়ে দেন, ‘ডিক্লারেশনের সিদ্ধান্তটা দল এবং জাদেজার একত্রে নেওয়া সিদ্ধান্ত ছিল। এটাই মানুষ হিসাবে ও কেমন তা প্রমাণ করে দেয়।’
For all the latest Sports News Click Here