IND vs SL: বেঙ্গালুরুতে পাঁচ উইকেট নিয়ে ৬৭ বছর পুরনো রেকর্ড ভাঙলেন বুমরাহ
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল। চিন্নাস্বামীর পিচে প্রথম সেশন থেকে বল ঘুরছে। এমন এক পিচে স্পিনাররা দাপট দেখাবেন এমনটাই তো স্বাভাবিক। তবে লঙ্কানদের প্রথম ইনিংসে দাপট দেখালেন জসপ্রীত বুমরাহ।
গোলাপি বলে স্পিনিং পিচে ১০ ওভার বল করে বুমরাহ ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। মূলত বুমরাহর বোলিংয়েই ছিন্নভিন্ন হয়ে যায় লঙ্কান ব্যাটিং। ভারতের ২৫২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানই করতে পারে দিমুথ করুণারত্নের দল। ঘটনাক্রমে, এই ইনিংসেই প্রথমবার ভারতের মাটিতে বল হাতে পাঁচ উইকেট নিলেন ভারতীয় বোলিং বিভাগের নেতা বুমরাহ। এর আগে ২৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বুমরাহ। শতাধিক উইকেটও রয়েছে ভারতীয় তারকার দখলে। তবে তাঁর ম্যাচগুলির সিংহভাগই দেশের বাইরে খেলেছেন বুমরাহ। তাই ভারতের মাটিতে তেমন বল করার সুযোগই পাননি তিনি।
তবে এই সিরিজে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন ২৮ বছর বয়সি বুমরাহ। ঘটনাক্রমে বেঙ্গালুরুতে পাঁচ উইকেট নিয়ে এক নজিরও গড়ে ফেললেন তিনি। এর আগে দেশের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার আগে, ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত দেশের ছয় বার পাঁচ উইকেট নিয়েছিলেন সুভাষ গুপ্তে। বুমরাহ ভারতে প্রথম পাঁচ উইকেট নেওয়ার আগে দেশের বাইরে সাত বার এই কীর্তি আগেই করেছেন। ঘরের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার আগে এতবার দেশের বাইরে পাঁচ উইকেট নেওয়ার নজির আর কোনও ভারতীয়র নেই। সেই হিসাবে এক নতুন রেকর্ড এল বুমরাহর দখলে।
For all the latest Sports News Click Here