IND vs SL: নজির গড়া টেস্টে থাকছে না দর্শক, হতাশ লঙ্কান অধিনায়ক করুণারত্নে
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ। বিশ ওভারের সিরিজে দ্বীপরাষ্ট্রকে ৩-০ হোয়াইয়ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার সমস্ত ফোকাস টেস্ট সিরিজের ওপর। ৪ মার্চ প্রথম টেস্ট খেলতে নামছে ভারত ও শ্রীলঙ্কা। তবে এই ম্যাচের আগে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে কিছুটা হতাশ।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে মোহালিতে। এই ম্যাচেই দু’টি বড় নজির গড়তে চলেছে। এটিই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্ট, আবার শ্রীলঙ্কার ইতিহাসেও এটি তাদের ৩০০তম টেস্ট ম্যাচ। সুতরাং, দুই তরফেই বেশ বড় নজির তৈরি হতে চলেছে। এই টেস্টে মাঠে নামতে তাই একদিকে মুখিয়ে রয়েছে করুণারত্নে।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি লেখেন, ‘৪ মার্চ শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় একটা দিন। এদিন আমরা ৩০০তম টেস্ট ম্যাচ খেলতে নামব, যার অংশ হতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত। শুনলাম এটা নাকি বিরাট কোহলিরও ১০০ নম্বর টেস্ট।’
তবে এই ম্যাচে যে মোহালির মাঠে কোনো দর্শক উপস্থিত থাকতে পারবেন না, তা জেনে করুণারত্নে বেশ হতাশই। ‘কোনো ভারতীয় সমর্থক মোহালির ময়দানে উপস্থিত থাকতে পারবেন না জেনে হতাশ। ব্যাঙ্গালোরে আশা করছি ক্রিকেটভক্ত ভারতীয় দর্শকদের দেখা পাব।’ লেখেন লঙ্কান তারকা।
For all the latest Sports News Click Here