IND vs SL: জাদেজার দ্বিশতরান হতে দেননি রোহিত, চলছে বিতর্ক, আসল ঘটনা প্রকাশ্য আনলেন জাড্ডু
আর কয়েক ওভার খেলা হলেই টেস্ট ক্রিকেটের প্রথম দ্বিশতরান করে ফেলতেও পারতেন রবীন্দ্র জাদেজা। তাঁকে অবশ্য সেই সুযোগটা না দিয়েই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ইনিংসের সমাপ্তি ঘোষণা করার কিছুক্ষণ আগেই জলপানের বিরতিতে অধিনায়ক রোহিতের কিছু মেসেজ নিয়ে মাঠে গিয়েছিলেন কুলদীপ যাদব। কুলদীপ ফিরে আসার পর সেই মেসেজের উত্তরে সাময়িক বিরক্ত দেখিয়েছিল হিটম্যানকে। তিনি ডাগআউট থেকে উঠে ভিতরে চলে যান। দেখা যায় রাহুল দ্রাবিড়দের সঙ্গে কিছু আলোচনা করতেও। সেই সময়ে অবশ্য হেসেও ফেলেন রোহিত। অনেকেই সেই সময়ে ধারণা করেছিলেন, রোহিত ইনিংসের ডিক্লেয়ার করতে চাইলেও মানেননি জাদেজা। তিনি দ্বিশতরান পূরণ করতে চেয়েছিলেন, তাই সমস্যা দেখা দিয়েছে। যদিও রোহিত যখন ৮ উইকেটে ৫৭৪ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন, তখন স্কোরবোর্ডে জাড্ডুর রান ১৭৫।
ঘটনাটি আসলে ঠিক কী ঘটেছিল? এই ব্যাখ্যা অবশ্য জাদেজা নিজেই দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনিই ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে বলেছিলেন। কারণ তিনি দেখেছিলেন, পিচে পরিবর্তনশীল বাউন্স রয়েছে এবং ক্লান্ত শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ব্যাট করতে নামলে প্রথম দিকেই উইকেট নেওয়ার ভালো সুযোগ থাকবে। জাদেজা দাবি করেছেন, ‘আমি ওদের বলেছিলাম যে, পিচে পরিবর্তনশীল ভালো বাউন্স রয়েছে এবং বল ঘুরতে শুরু করেছে। তাই আমিই পরামর্শ দিয়েছিলাম, আমাদের সেই সময়েই ডিক্লেয়ার করে দেওয়ার জন্য।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ওরা (শ্রীলঙ্কা) প্রায় দু’দিন টানা (পাঁচটি সেশন) ফিল্ডিং করে ক্লান্ত ছিল। যেহেতু ওরা ক্লান্ত ছিল, তাই সরাসরি বড় শট খেলা এবং দীর্ঘ সময় ধরে ব্যাট করা সহজ ছিল না ওদের পক্ষে। তাই পরিকল্পনা ছিল দ্রুত ডিক্লেয়ার করে দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ক্লান্তিকে কাজে লাগানো।’ আর সে রকমটাই কিন্তু ঘটেছে। দ্বিতীয় দিনের শেষে ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে শ্রীলঙ্কা।
বিরাট কোহলির শততম টেস্টের প্রথম দিন যদি ঋষভ পন্তের নামে হয়। তবে দ্বিতীয় দিন পুরোটাই ছিল রবীন্দ্র জাদেজার নামে। এমন কী পুরো টেস্টের আসল নায়ক হয়ে উঠতে পারেন জাড্ডু। প্রথম দিনের শেষে ৮২ বলে ৪৫ রান করেছিলেন জাদেজা। সেখান থেকে তিনি শনিবার ১৭৫ রানের ইনিংস খেলেন। তাও ৭ নম্বরে ব্যাট করতে নেমে। একেবারে দুরন্ত ছন্দে।
জাদেজার ১৭৫ রানের হাত ধরে ৫৭৪ রান করে ভারত। এ দিন দুরন্ত ছন্দে দাপটের সঙ্গে ব্যাট করেন জাদেজা। প্রথম দিকে যতটা ধরে খেলেছেন, পরের দিকে কিন্তু কিছুটা হলেও রানের গতি বাড়াতে চার-ছয় হাঁকিয়েছেন। প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ গড়েছেন জাদেজা। অশ্বিন ৬১ করে আউট হন। এর পর জয়ন্ত যাদব মাত্র ২ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে মহম্মদ শামি ক্রিজে আসেন। শামির সঙ্গে জাদেজা ৯৪ বলে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। শামি ২০ রানে অপরাজিত থাকেন। দলের ৫৭৪ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তা না হলে হয়তো টেস্ট ক্রিকেটে প্রথম বার ২০০ রান করার স্বাদ পেতেও পারতেন জাড্ডু। বল হাতেও ১ উইকেট নিয়েছেন তিনি। দিনের শেষে শ্রীলঙ্কা ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে।
For all the latest Sports News Click Here