IND vs SL: জকোভিচ ও ফেডেরারের সঙ্গে কেন শ্রেয়সের তুলনা টানলেন গাভাসকর
শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের ভক্ত হলেন সুনীল গাভাসকর। জকোভিচ এবং ফেডেরারের সঙ্গে ভারতের তরুণ ক্রিকেটারের তুলনা টানলেন কিংবদন্তি ক্রিকেটার। ভারত ধরমশালায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে। এই জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শ্রেয়স আইয়ারের অপরাজিত ৭৪ রানের ইনিংস। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ভারতের সামনে ১৮৪ রানের লক্ষ্য রেখেছিল। ম্যাচে নিজেদের ইনিংসের ১৭ বল বাকি থাকতেই যা তুলে দেয় ভারত। আইয়ার ছাড়াও জাদেজা ১৮ বলে অপরাজিত ৪৫ রান করেছেন এবং সঞ্জু স্যামসন ২৫ বলে ৩৯ রান করেছেন।
এই ম্যাচের পরে শ্রেয়স আইয়ারের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। যিনি দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছটি চার এবং চারটি ছক্কার হাঁকিয়ে মাত্র চুয়াল্লিশ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেছেন। এদিনের ইনিংসে আইয়ারের শটকে টেনিস তারকা জোকোভিচ এবং ফেডেরারের ফোরহ্যান্ডের সাথে তুলনা করেছেন সুনীল গাভাসকর।
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, গাভাসকর বলেন, ‘এটি এই বিশেষ ভারতীয় দলের সৌন্দর্য। দলে প্রতিটি জায়গার জন্য অনেক বিকল্প তৈরি রয়েছে। তাই যে সুযোগ পায় সে জানে তাদেরকে এই জায়গাটা দখল করে রাখতে হবে এই সুযোগ নষ্ট করতে পারে না। এই ইনিংসে শ্রেয়স আইয়ার যা দেখিয়েছেন তা তার ব্যাটিং দক্ষতাকে প্রমাণ করে। তিনি যে ধরনের শট খেলছিলেন তাতে বোঝা যায় নিজের দক্ষতার প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাট থেকে প্রথমে তিনি স্ট্রেইট ড্রাইভ মেরে বাউন্ডারি হাঁকান। তারপরে তিনি সামনের দিকে বড় শট মারছিলেন, কারণ ফিল্ডাররা সাইড স্ক্রির সামনে দাঁড়িয়ে থাকে না ফলে বল ধরা ফিল্ডারদের পক্ষে অসম্ভব হয়। মূলত সে হিসাবে খেলুন। তিনি যতটা পেরেছেন সোজা খেলেছেন কারণ বল যদি এদিক ওদিক যেত তাহলে সেটা ব্যাটের কানায় লেগে অন্যান্য দিকে চলে যেত। আইয়ার যতটা পারছিলেন ততটা সোজা ব্যাটে খেলছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। এটা নোভাক জকোভিচ বা রজার ফেডেরারের ফোরহ্যান্ডের মতো ছিল।’
For all the latest Sports News Click Here