IND vs SL: কোহলি ঝড়ে ভর করে ODI ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় রোহিতদের
শ্রীলঙ্কাকে তৃতীয় তথা শেষ ওডিআই-এ খড়কুটোর মতোই উড়িয়ে দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বোলিং থেকে ব্যাটিং সব বিভাগেই চূড়ান্ত ফ্লপ লঙ্কা ব্রিগেড। প্রথমে ব্যাট হাতে কোহলি ঝড়। সঙ্গে শুভমনের নির্ভরযোগ্য ইনিংস। পরে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, কুলদীপ যাদবদের বল হাতে আগুনে পারফরম্যান্স। ৩১৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
আর এই জয়ের সঙ্গেই ভারত গড়ে ফেলল বিশ্বরেকর্ড। ওডিআই-এর ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। এত বড় রানে আগে কখনও কোনও দল জয় পায়নি। এর আগে ২০০৮ সালের ১ জুলাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯০ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। সেটাই এত দিন একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ডই রবিবার তিরুঅনন্তপুরমে ভেঙে দিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ ২ লঙ্কার প্লেয়ারের মধ্যে, মাঠ ছাড়লেন স্ট্রেচারে- ভিডিয়ো
এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাও। অস্ট্রেলিয়া ২০১৫ সালে আফগানিস্তানকে হারায় ২৭৫ রানে। দক্ষিণ আফ্রিকা আবার জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কাকে যথাক্রমে ২৭২ এবং ২৫৮ রানে হারিয়েছিল। এ দিন সকলের রেকর্ড ছাপিয়ে যায় টিম ইন্ডিয়া।
পাশাপাশি শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করল ভারত। গুয়াহাটি, কলকাতার পর এ বার তিরুঅনন্তপুরমেও জয় পেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ওডিআই বিশ্বকাপের বছরের শুরুতেই হ্যাটট্রিক করল ভারত।
আরও পড়ুন: ভিডিয়ো- ধোনির মতো হেলিকপ্টার শটে ৯৭ মিটারের লম্বা ছক্কা, ৮টি ছয় মেরে নজির কোহলির
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করে শুভমন গিল এবং বিরাট কোহলির শতরানের হাত ধরে ভারত ৩৯০ রান তোলে। শুভমন ৯৭ বলে ১১৬ করেন। আর কোহলি ঝড় তুলে ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া রোহিত শর্মা করেছিলেন ৪২ রান। মূলত বিরাট ঝড়েই শ্রীলঙ্কার বোলাররা উড়ে যান। ভারত রানের পাহাড়ে চড়ে বসে।
এ দিকে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। ভারতীয় বোলারদের দাপটে ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। নুয়ানিদু ফার্নান্দো সর্বোচ্চ ১৯ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান কাসুন রাজিথার ১৩। এ ছাড়া দুই অঙ্কের ঘরো পৌঁছান দাসুন শানাকা। তাঁর সংগ্রহ ১১। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি করেছেন।
ভারতের মহম্মদ সিরাজ নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। প্রসঙ্গত, আশেন বান্দারা এ দিন চোটের কারণে ব্যাট করতে পারেননি।
For all the latest Sports News Click Here