IND vs SL: অবিশ্বাস্য ক্যাচে থামল সঞ্জুর ইনিংস, চোখ কপালে নেটপাড়ার
শর্ট থার্ড ম্যানের জায়গায় দাঁড়িয়েছিলেন বিনুরা ফার্নান্দো। সঞ্জু স্যামসন একটি জোরালো শট মারতে গিয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বাজপাখির হাতে আটকে গেলেন সঞ্জু। ২৫ বলে ৩৯ রান করে আউট হয়ে যান তিনি।
বিনুরা ফার্নান্দো একেবারে উড়ে গিয়ে বাজপাখির মতো ক্যাচ ধরেন। যা দেখে চোখ কপালে নেটিজেনদের। এই ক্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই হুহু করে ভাইরাল হয়ে যায়। ধরমশালায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলেও বিনুরার ক্যাচ নিয়ে চলছে জোর চর্চা।
১৩তম ওভারে বল করতে এসেছিলেন লাহিরু কুমারা। সেই ওভারেই তিনটে ৬ এবং একটি ৪ মারেন সঞ্জু। কিন্তু ওভারের শেষ বলে ড্রাইভ মারতে গিয়ে আউট হন। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা বিনুরার মাথার উপর দিয়ে যাচ্ছিল বলটি। সঞ্জু হয়তো নিজেও ভাবেননি ক্যাচ হয়ে যাবে সেটি। একেবারে লাফিয়ে দুরন্ত ক্যাচ নেন বিনুরা।
যাই হোক সঞ্জুকে আউট করার পরেও অবশ্য কোনও লাভ হয়নি। তাঁর বদলে নামেন রবীন্দ্র জাদেজা। জাড্ডু ঝড়েই ১৭ বল বাকি থাকতে ম্যাচ পকেটে পুড়ে নেয় ভারত।
টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে পাথুম নিশঙ্কা ৫৩ বলে ৭৫ রান করেন। আর এক ওপেনার দানুষ্কা গুণাথিলাকা ২৯ বলে ৩৮ রান করেন। ছয়ে নেমে অধিনায়ক দাসুন শনাকা ১৯ বলে ৪৭ রান করেন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে ১ রান করে আউট হন রোহিত। তখন দলের রান মাত্র ৯। দলের ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। ১৫ বলে ১৬ করে আউট হন ইশান কিষাণ। কিন্তু শ্রেয়স আইয়ারের ৪৪ বলে অপরাজিত ৭৪, সঞ্জুর ২৫ বলে ৩৯ এবং রবীন্দ্র জাদেজা ১৮ বলে ঝড়ো ৪৫ রানের হাত ধরে ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। ৭ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ সিরিজ পকেটে পুড়ে ফেলল ভারত।
For all the latest Sports News Click Here