IND vs SL: অনুশীলনে খোশমেজাজে গান গাইছেন বিরাট কোহলি, নিমেষে ভাইরাল ভিডিয়ো
১২তম ভারতীয় ক্রিকেটার হিসাবে মোহালিতে নিজের শততম টেস্ট খেলছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়দের মতো শতাধিক টেস্ট খেলা তারকাদের এলিট লিস্টের এখন বিরাট কোহলিও অন্যতম সদস্য। সেই ম্যাচের আগেই খোশমেজাজে অনুশীলনে বিরাটের গান করার ভিডিয়ো সামনে এল।
১০০টি টেস্ট খেলা যে কোনো ক্রিকেটারের কাছেই বিশাল বড় ব্যাপার। মোহালিতে মাঠে নামার আগে তাই কোহলির জন্য সবদিক থেকে শুভেচ্ছা ভেসে এসেছে। কোহলি নিজেও জানিয়েছেন এই কৃতিত্ব তাঁর কাছে কতটা গর্বের। ম্যাচের আগে থেকেই সব নজর ছিল কোহলির দিকেই। এই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনা কম নয়। তাই বাড়তি একটা চাপ তো ছিলই। তবে ম্যাচের আগে বিরাট কিন্তু একেবারে খোশমেজাজে ছিলেন।
গত সপ্তাহ থেকেই মোহালিতে নিজের প্রস্তুতি সারছিলেন বিরাট। এমনই এক অনুশীলন সেশনে গান করতে দেখা যায় বিরাটকে। তিনি এপি ধিলোনের ‘কেহেন্দি হুন্দি সি’ নামক বিখ্যাত গান গাইছিলেন। স্বাভাবিকভাবেই সেই ভিডিয়ো হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিরাট কোহলির পাঞ্জাবি গানের প্রীতি কারুরই অজানা নয়, তাই তাঁকে এই গান গাইতে দেখাটা অবাক করা নন, বরং মাইলস্টোন ম্যাচের আগেও এত চাপমুক্তভাবে অবলীলায় গান করে যাওয়াটা বিস্ময়ের।
ম্যাচের আগে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার উপস্থিতিতে বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় তাঁর হাতে বিশেষ এক স্মারক তুলে দেন। শততম ম্যাচে অবশ্য ৮০০০ টেস্ট রানের গণ্ডি টপকালেও, ফের একবার শুরুটা ভাল করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বিরাট। ৪৫ রান করে লাসিথ এমবুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি।
For all the latest Sports News Click Here