IND vs SA ODI: ৫ ওয়ানডেতে চারটে সেঞ্চুরি! চেতন শর্মার মতে ভবিষ্যত উজ্জ্বল ভারতের এই তরুণ ব্যাটারের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যটার রুতুরাজ গায়কোয়াড়। ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মা এই ওপেনার প্রশংসায় পঞ্চমুখ। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল বেছে নিয়েছে। দল নির্বাচনের পর সংবাদ সম্মেলনে চেতন শর্মা বলেন, ‘দেখুন, অবশ্যই তিনি সঠিক সময়ে সুযোগ পেয়েছেন। তিনি টি-টোয়েন্টি দলে ছিলেন এবং এখন ওয়ানডে দলেও আছেন। নির্বাচকরা মনে করেন তিনি যে দলেই জায়গা পাবেন তা দেশের জন্য ভালো এবং তিনিও এতে সুসফল পাবেন।’
চেতন শর্মার মতে, রুতুরাজকে তার চমৎকার পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয়েছিল। চেতন শর্মা আরও বলেন, ‘আমরা তাঁকে (রুতুরাজ) নির্বাচন করেছি। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্টের কাছে তিনি কবে প্লেয়িং ইলেভেনে খেলতে পারবেন, কখন তাকে প্রয়োজন হবে এবং কম্বিনেশন কী হবে। কিন্তু এই মুহূর্তে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন এবং এখন ওয়ানডে দলেও রয়েছেন। সে ভালো পারফর্ম করছে এবং এর জন্য পুরস্কৃত হয়েছেন।’
চেতন শর্মার মতে রুতুরাজ জাতীয় দলের জন্য একটি বিশাল সাফল্য হতে পারে। ভারতীয় দলকে ১৯, ২১ এবং ২৩ জানুয়ারি পার্ল এবং কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে। এখন রুতুরাজ গায়কোয়াড়কে ব্যাট হাতে দেখতে চান ভক্তরা। যেভাবে তিনি ঘরোয়া ক্রিকেটে ৫টি ওয়ানডেতে চারটে সেঞ্চুরি করেছেন তেমনই ভারতীয় দলের জার্সিতেও পারফর্ম করবেন বলে সকলের আশা।
For all the latest Sports News Click Here