IND vs SA Live: ৪ উইকেট হারিয়ে দেড়শো টপকাল দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ছে ভারতের
লাইভ আপডেটস
Updated: 04 Jan 2022, 05:09 PM IST
- প্রথম ইনিংসে ভারত অল-আউট হয় ২০২ রানে।
সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়ার সামনে হাতছানি প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার। পয়া জোহানেসবার্গেই সিরিজ জয় নিশ্চিত করে নতুন ইতিহাস লিখতে চায় টিম ইন্ডিয়া। প্রোটিয়া সফরে এখনও প্রর্যন্ত একমাত্র ওয়ান্ডারার্সেই ২টি টেস্ট জিতেছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জো’বার্গের পরিসংখ্যান নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কোহলিদের। দক্ষিণ আফ্রিকা যদিও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে নিশ্চিত। এখন দেখার যে শেষ হাসি হাসে কারা।
১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
৬১তম ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে যায়।
৬২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ৫৭ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে আর ৬২ রানে পিছিয়ে রয়েছে তারা। বাভুমা ১৯ রানে ব্যাট করছেন। ভেরেইন ব্যাট করছেন ১৭ রানে।
৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৯/৪
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। তেম্বা বাভুমা ১১ রানে ব্যাট করছেন। ৬ রানে অপরাজিত রয়েছেন ভেরেইন। ৮৩ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
লাঞ্চের বিরতির পর ম্যাচ শুরু
রাসি ভ্যান ডার দাসেন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই লাঞ্চের বিরতি ঘোষণা করা হয়েছিল। তবে দেখা যায় যে, শার্দুলের বলে দাসেনের ক্যাচ ঠিকমতো ধরতে পারেননি পন্ত। বল তাঁর দস্তানায় জমা পড়ার আগে মাটিতে ড্রপ করে। যদিও লাঞ্চের পর বাভুমার সঙ্গে নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইন ব্যাট করতে নামেন। ফিরিয়ে নেওয়া হয়নি দাসেনকে। দক্ষিণ আফ্রিকা ৪৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছে।
দাসেনকে ফেরালেন শার্দুল, লাঞ্চে দক্ষিণ আফ্রিকা ১০২/৪
৪৪.৪ ওভারে শার্দুলের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ১৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন দাসেন। দক্ষিণ আফ্রিকা ১০২ রানে ৪ উইকেট হারালে লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। শার্দুলের এটি ম্যাচে তৃতীয় শিকার।
পিটানসেনকে ফেরালেন শার্দুল
৪২.৬ ওভারে শার্দুলের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন পিটারসেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১১৮ বলে ৬২ রান করেন পিটারসেন। দক্ষিণ আফ্রিকা দলগত ১০১ রানে ৩ উইকেট হারায়। ভারতকে ছুঁতে এখনও অর্ধেক পথ হাঁটা বাকি প্রোটিয়াদের। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা।
হাফ-সেঞ্চুরি পিটারসেনের
কেরিয়ারের প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি কিগান পিটারসেনের। ৩৯.১ ওভারে শামির বলে চার মেরে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান পিটারসেন। সেই ওভারে পিটারসেন মোট ৩টি চার মারেন। দক্ষিণ আফ্রিকা টপকে যায় দলগত ১০০ রানের গণ্ডি। ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০০/২। পিটারসেন ব্যাট করছেন ৬১ রানে।
জুটি ভাঙলেন শার্দুল
দ্বিতীয় দিনে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন শার্দুল ঠাকুর। ৩৮.৫ ওভারে ডিন এলগারের উইকেট তুলে নেন তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২০ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন প্রোটিয়া দলনায়ক। দক্ষিণ আফ্রিকা দলগত ৮৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।
৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৪/১
দ্বিতীয় দিনে সতর্ক ব্যাটিং দক্ষিণ আফ্রিকার। তারা প্রথম ইনিংসে ৩৫ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৭৪ রান তুলেছে। ১০৫ বলে ১৮ রান করেছেন ক্যাপ্টেন ডিন এলগার। ৯৪ বলে ৪৫ রান করে অপরাজিত রয়েছেন পিটারসেন। ভারতের থেকে ১২৮ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
৫০ ছুঁল দক্ষিণ আফ্রিকা
২৭তম ওভারে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে দলগত ৫০ রান পূর্ণ করে। দক্ষিণ আফ্রিকার স্কোর ৫০/১। ডিন এলগার ৮৫ বলে ১১ রান করেছেন। ৬৬ বলে ২৮ রান করেছেন পিটারসেন।
২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৮/১
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৩৮ রান তুলেছে। ডিন এলগার ১১ ও পিটারসেন ব্যাক্তিগত ১৭ রানে ব্যাট করছেন।
নির্ধারিত সময়ে শুরু দ্বিতীয় দিনের খেলা
নির্ধারিত সময়ে শুরু দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন এলগার ও কিগান পিটারসেন ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। দিনের প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরে স্বস্তির হাওয়া। কেননা মহম্মদ সিরাজ মাঠে ফিরেছেন।
আবহাওয়ার পূর্বাভাস
দ্বিতীয় দিনের সকালে মেঘ-রোদের লুকোচুরি চলছে। সারা দিনে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন আবহাওয়ায় ম্যাচ অনুষ্ঠিত হলে পেসাররা সাহায্য পাবে নিশ্চিত।
নজর থাকবে সিরাজের ফিটনেসে
প্রথম দিনের শেষবেলায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মহম্মদ সিরাজ। চোট গুরুতর কিনা, সেবিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে অশ্বিন আশা প্রকাশ করেছেন, সিরাজ দ্বিতীয় দিনে বল করতে পারেন। এখন দেখার, সিরাজ সত্যিই মাঠে ফিরতে পারেন কিনা। আপাতত দ্বিতীয় দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধাক্কা দিতে চায় ভারতীয় শিবির। নাহলে ম্যাচের রাশ যে দক্ষিণ আফ্রিকার হাতে চলে যাবে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
প্রথম দিনের স্কোর
টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ১১ রান করেছেন ডিন এলগার। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন কিগান পিটারসেন। আপাতত ভারতের থেকে ১৬৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
For all the latest Sports News Click Here