IND vs SA 3rd ODI Live: ‘ফাইনালে’ পিছিয়ে গেল টসের সময়, ম্যাচ শুরু হবে দেরিতে
লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে পরাজিত হয় ভারত। দক্ষিণ আফ্রিকা ১-০ লিড নেয় সিরিজে। রাঁচির দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়ে টিম ইন্ডিয়া সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার দিল্লির তৃতীয় ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নিয়েছে। যারা জিতবে, ট্রফি হাতে তুলবে তারাই। উল্লেখ্য, ওয়ান ডে সিরিজের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ভারত।
সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল
রাঁচিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৭৮ রান তোলে। রীজা হেনড্রিক্স ৭৪ ও এডেন মার্করাম ৭৯ রান করেন। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ২৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। শ্রেয়স আইয়ার ১১৩ ও ইশান কিষাণ ৯৩ রান করেন।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল
লখনউয়ে বৃষ্টির জন্য ৪০ ওভারে কমে দাঁড়ানো প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে। এনরিখ ক্লাসেন ৭৪ ও ডেভিড মিলার ৭৫ রান করেন। ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। পালটা ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ২৪০ রানে আটকে যায়। সঞ্জু স্যামসন ৮৬ ও শ্রেয়স আইয়ার ৫০ রান করেন। লুঙ্গি এনগিদি ৩টি উইকেট নেন।
For all the latest Sports News Click Here