IND vs SA: সেঞ্চুরিয়ানে বড় নজিরের সামনে শামি-বুমরাহ
বিগত কয়েক বছর ধরে ভারতীয় দলের বিদেশের মাটিতে সাফল্যের সম্ভবত সবচেয়ে বড় কারণ ভারতীয় ফাস্ট বোলিং। টিম ইন্ডিয়ার সেই ফাস্ট বোলিং বিভাগের দুই সেরা অস্ত্র মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ দুইজনেই, সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম টেস্টেই গড়ে ফেলতে পারেন নজির।
নাগাড়ে বহুদিন খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে শামি ও বুমরাহ, দুইজনকেই বিশ্রাম দিয়েছিল ভারতীয় ম্যানেজমেন্ট। তবে সেঞ্চুরিয়ানে যে তাঁরা দুইজনেই একসঙ্গে ফের মাঠে নামবেন, তা প্রায় নিশ্চিত। সেখানেই নজিরের হাতছানি দুই তারকা বোলারের। বুমরাহ এখনও অবধি ২৪ টেস্টে ১০১টি উইকেট নিয়েছেন, যার মধ্যে অবাক লাগলেও মাত্র চারটি উইকেট রয়েছে ভারতের মাটিতে। অর্থাৎ বুমরাহ আর তিনটি উইকেট নিলেই সেঞ্চুরিয়ানে বিদেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই অভিষেক ঘটানো বুমরাহের জন্য ব্যক্তিগতভাবেও এটা বেশ স্বস্তিদায়ক হবে।
অপরদিকে, ভারতীয় ইতিহাসে নাম লেখার সুযোগ রয়েছে শামির কাছে। আজ অবধি মাত্র কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা এবং জাভাগল শ্রীনাথই , এমন চারজন ভারতীয় ফাস্ট বোলার যারা টেস্টে ২০০ বা তার অধিক উইকেট নিয়েছেন। ১৯৫টি উইকেট নেওয়া শামি মাত্র পাঁচ উইকেট দূরে এই এলিট তালিকায় নিজের নাম লেখানো থেকে। ভারতীয় দল, সমর্থক, সকলেই চাইবেন সেঞ্চুরিয়ানেই যেন দলের প্রিমিয়র দুই ফাস্ট বোলার এই দুই নজির গড়ে ফেলেন।
For all the latest Sports News Click Here