IND vs SA: সঠিক পথে এগিয়ে চলেছে ভারতীয় দল, দাবি অস্থায়ী অধিনায়ক ঋষভ পন্তের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচে হার। পরে পরপর জোড়া জয়ে সিরিজে ২-২ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় একদিকে যেমন প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয় ভারতের, ঠিক তেমনই আরও একটা সিরিজ হারের অশঙ্কাও দূর হয় বলা চলে। কেননা চিন্নাস্বামীতে ম্যাচের শুরুতে ভারত কোনওভাবেই স্বস্তিজনক অবস্থায় ছিল না।
সিরিজের শেষ ম্যাচ ভেস্তে যাওয়া দু’দলের কাছেই হতাশার সন্দেহ নেই। তবে এমন হতাশার মাঝেও ইতিবাচক দিকের সন্ধান পেলেন ভারতের অস্থায়ী অধিনায়ক ঋষভ পন্ত। সিরিজের শেষে ঋষভ স্পষ্ট জানালেন যে, ভারতীয় দল সঠিক পথেই এগিয়ে চলেছে।
আরও পড়ুন:- IND vs SA 5th T20I: আশঙ্কাই সত্যি হল শেষমেশ, বৃষ্টিতে ভেস্তে গেল বেঙ্গালুরুর শেষ ম্যাচ
আসলে আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে সব দলই সঠিক কম্বিনেশনের খোঁজে রয়েছে। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের তরুণ ক্রিকেটাররা যেভাবে পালটা লড়াই চালায়, তা যে কোনও ক্যাপ্টেনকেই আপ্লুত করবে। বিশেষ করে পন্তের মতো ক্রিকেটার, যিনি প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন, নিজের ক্যাপ্টেন্সি কেরিয়ারের শুরুতে সিরিজ হারতে না হাওয়ায় তাঁর তৃপ্ত হওয়াই স্বাভাবিক।
আরও পড়ুন:- IND vs SA: নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না! টানা ৫ ম্যাচে টস হেরে পন্তের মজাদার প্রতিক্রিয়ার ভিডিয়ো দেখুন
চিন্নাস্বামীতে ভেস্তে যাওয়া পঞ্চম ম্যাচের শেষে পন্ত বলেন, ‘ম্যাচ ভেস্তে যাওয়া হতাশার বটে, তবে সিরিজ থেকে বেশ কিছু ইতিবাচক দিকের সন্ধান পেয়েছি আমরা। বিশেষ করে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরে গোটা দল যেভাবে দৃঢ়তা দেখায়, তা অসাধারণ। আমরা ম্যাচ জয়ের নতুন রাস্তা খোঁজার চেষ্টা করেছি। আমরা অন্যভাবে খেলার চেষ্টা করেছি। ভুলচুক হবেই। তবে আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি।’
For all the latest Sports News Click Here