IND vs SA ম্যাচের মধ্যেই গ্যালারিতে তুমুল ঝামেলা, চলল লাথি-ঘুষি, ভাইরাল ভিডিয়ো
মাঠে ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। তারইমধ্যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের হাতাহাতিতে জড়িয়ে পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, গ্যালারিতে তিনজন মারপিট করছেন। এলোপাথাড়ি ঘুষি চালাচ্ছেন। একজনের উপর ঘুষি চালাচ্ছেন দু’জন। যে ব্যক্তিকে দু’জন ঘুষি মারছেন, তাঁকে ঠেলে দেন অপর একজন। তারপর সিটেই পড়েই মারপিট চলতে থাকে। আরও কয়েকজন মারপিটে জড়িয়ে পড়েন। শেষপর্যন্ত একজন পুলিশকর্মী এসে তাঁদের থামান।
গত বৃহস্পতিবার দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ভারতকে সাত উইকেটে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১১ রান তোলে ভারত। ৪৮ বলে ৭৮ রান করেন ইশান কিষান (১১ টি চার এবং তিনটি ছক্কা)। ১৬ বলে ২৯ রান করেন ঋষভ পন্ত। ১২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: আমায় কী সহ্য করতে হয়েছে তা আমিই জানি, হঠাৎ কেন অভিমানী হার্দিক?
সেই রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড মিলার। যেখানে রাসি ভ্যান ডার দাসেন রীতিমতো সমস্যায় পড়ছিলেন, সেখানে বিধ্বংসী ফর্মে ছিলেন আইপিএলে গুজরাট টাইটানসের তারকা বিদেশি। পরবর্তীতে দাসেনও বেধড়ক মারতে থাকেন। শেষপর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া তারকা দাসেন (সাতটি চার এবং পাঁচটি ছক্কা)। ৩১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তারকা ব্যাটার মিলার (চারটি চার এবং পাঁচটি ছক্কা)।
For all the latest Sports News Click Here