IND vs SA: প্রথম মার আমাদের দিতে হবে, কোহলিকে কার্যত হুমকি আনকোরা প্রোটিয়া বোলারের
প্রথম ১০টি টেস্টে ১৯.২৫-র গড়ে ৪৮ উইকেট, আইসিসির বোলারদের ক্রমতালিকায় প্রথম ২০-তে জায়গা করে নেওয়া, শুরুটা দারুণভাবে করেছিলেন প্রোটিয়া ফাস্ট বোলার ডুয়ানে অলিভিয়ের। তবে ২০১৯ সালে যথাযোগ্য সম্মান পাচ্ছেন না মনে করেই দক্ষিণ আফ্রিকা ছেড়ে ইংল্যান্ডে কোলপ্যাক খেলোয়াড় হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে রওনা দেন অলিভিয়ের। এতদিন পরে আবার ফিরছেন তিনি।
ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই প্রচুক কোলপ্য়াক ক্রিকেটার নিজেদের দেশে ফিরে আসেন। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক উইকেট নিয়ে অলিভিয়েরই প্রথম জাতীয় দলে পুনরায় সুযোগ পান। ২০১৮-১৯ সালে তাঁর গতি সামলাতে নাজেহাল হতে হয়েছিল পাকিস্তানকে। তিন ম্যাচে ২৪ উইকেট নিয়ে সেই সিরিজে সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি।
এনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে ২৯ বছর বয়সী অলিভিয়েরই ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য ফেভারিট। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নিজের মাত্র পঞ্চম সিরিজেই অবশিষ্ট উপমহাদেশীয় দল ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল করার সুযোগ পেতে চলায়, নিজের উৎসাহের কথা সিরিজ শুরু আগেই জানিয়ে দিলেন অলিভিয়ের।
Cricket Fanatics Magazine-র ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রোটিয়া দলের কামব্যাক ম্যান বলেন, ‘ব্যক্তিগতভাবে কোহলির বিরুদ্ধে বল করাটা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ হবে। তবে এই চ্যালেঞ্জ নিয়ে আমি বেশ উত্তেজিত। বিশ্বের প্রথম চার ব্যাটারদের মধ্যে একজনের বিরুদ্ধে বল করার উত্তেজনা তো থাকবেই। কিন্তু তার পাশাপাশি সুযোগ থাকবে নিজেকে গোটা বিশ্বের সামনে প্রমাণ করারও। দেখিয়ে দিতে হবে যে আমরা এই সিরিজে কেবল অংশগ্রহণের জন্য খেলছি না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রথম মারটা আমাদেরই দেওয়া জরুরি। ওদের দেখিয়ে দিতে হবে যে আমরাও প্রতিযোগিতায় রয়েছি।’
For all the latest Sports News Click Here