IND vs SA: প্রথম টেস্ট জিতেও সিরিজ হারের কারণ কী? অকপট জবাব বিরাট কোহলির
শুভব্রত মুখার্জি
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে জয়ের পরে অনেকেই আশা করেছিলেন হয়ত প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে সমর্থ হবে ভারত। তবে বাস্তবে তা সম্ভব হল না। পরপর দুই টেস্টে জিতে ২-১ ব্যবধানে সিরিজের দখল নেয় প্রোটিয়া বাহিনী। সিরিজের মোক্ষম সময়ে ভারতীয় দলের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা ভারতকে শুধু সমস্যায় ফেলেনি, ভারতীয় দলের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিরিজে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই ভারত অধিনায়ক বিরাট কোহলির মত, মোক্ষম সময়ে মনোসংযোগের অভাবেই এই ভরাডুবির সম্মুখীন তাঁরা।
কেপ টাউন টেস্টের চতুর্থ দিনে পিটারসেন, ভ্যান ডার দাসেন, বাভুমারা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ম্যাচ শেষের পরে বিরাট জানান, ‘টেস্ট ক্রিকেটের জন্য এটা অত্যন্ত ভালো বিজ্ঞাপন। সমর্থকরা সবসময় এমন কঠিন লড়াকু সিরিজ দেখতে চায়। এই সিরিজ সেটাই তাদের উপহার দিয়েছে। প্রথম টেস্টটা আমাদের জন্য দারুণ ছিল। তবে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত ভালো খেলে দুটি টেস্ট জিতেছে। কঠিন সময়ে বল হাতে ওদের বোলাররা দারুণ পারফরম্যান্স করেছে। মনোসংযোগের সমস্যা আমাদেরকে মোক্ষম সময়গুলোতে সমস্যায় ফেলেছে।’
বিরাট আরও যোগ করেন, ‘আমাদের ভুলের সুযোগ নিয়ে ওরা এই সিরিজটা জিততে সমর্থ হল। তবে শেষ পর্যন্ত এটা বলা যেতেই পারে, সিরিজের যোগ্য জয়ী তারা। বিদেশের মাটিতে যে জিনিসটা আমাদের সমস্যায় ফেলেছে তা হল, সঠিক সময়গুলোকে আমরা নিজেদের পক্ষে আনতে পারিনি। যখন আমরা সেটা করতে পেরেছিলাম, তখন বিদেশের মাটিতে আমরা জিতেওছি। মাঝে মাঝেই আমাদের ব্যাটিং বিপর্যয় ঘটেছে, যা আমাদের টেস্ট হারের অন্যতম কারণ।’
For all the latest Sports News Click Here