IND vs SA: পন্তকে শিক্ষা দিতে তৃতীয় টেস্ট থেকে ছাঁটাইয়ের পরামর্শ ভারতীয় প্রাক্তনীর
সৈঞ্চুরিয়নে জয়ের পর জোহানেসবার্গে ভারতের পরাজয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ রয়েছে। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল মজবুত জায়গায় থাকলেও প্রোটিয়াদের বিরুদ্ধে খুব বড় লক্ষ্য রাখতে পারেনি। ডিন এলগারের দুরন্ত ৯৬-এ ভর করে, মাত্র তিন উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২৪০ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্ত দায়সারা শট খেলে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন। এরপরেই সুনীল গাভাসকর থেকে গৌতম গম্ভীর, ভারতীয় দলের প্রাক্তন তারকারা পন্তের সমালোচনায় মুখর হন। সেই তালিকায় সামিল হলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রিতেন্দর সিং সোধিও। অতীতের সঙ্গে তুলনা করে ভারতীয় উইকেটরক্ষক পন্তকে বারবার একই ভুল করায় তৃতীয় টেস্ট থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন সোধি।
India News-এ এক আলোচনায় সোধি বলেন, ‘এক সময় ছিল যখন যদি কেউ খারাপ শট খেলে আউট হত এবং দলকে তার ফল ভুগতে হত, তাহলে শিক্ষা দেওয়ার জন্য সেই খেলোয়াড়কে পরের ম্যাচে দল থেকে বাদ দেওয়া হত। এখন এমনটা হয় না। ওতো দলের সুপারস্টার আবার। তবে দিনের শেষে ও যত বড়ই খেলোয়াড় হোক না কেন, ভুলটা ভুলই। পন্তের সঙ্গে নিশ্চয়ই এই বিষয়ে ম্যানেজমেন্ট কথা বলেছে এবং ওকে শিক্ষা দিতে যদি পরের ম্যাচে দল থেকে বাদও দেওয়া হয়, তাহলেও আমি অবাক হব না। কারণ ও বারবার একই ভুল করছে।’
তবে সোধির এই মন্তব্যের সঙ্গে প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম কিন্তু একেবারেই একমত নন। গাব্বায় ভারতের ঐতিহাসিক জয়ে পন্তের অবদান মনে করিয়ে দিয়ে সাবা পন্তের দলে থাকার পক্ষেই সওয়াল করেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে ওর দলে থেকে উচিত। কোনো ক্রিকেটার বলতে পারবে যে তাঁরা নিজেরা এমন শট খেলতে গিয়ে একবারও আউট হননি? এভাবেই সকলে শেখে। ওর সঙ্গে কথা বলে ওকে বোঝানো দরকার। ও দলের এক বিশাল বড় সম্পদ। আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। ও না থাকলে, রান না করলে কি আমরা অস্ট্রেলিয়ায় জিততে পারতাম?’
For all the latest Sports News Click Here